বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে জাতিবিদ্বেষের মামলায় তাঁর বিরুদ্ধে আপাতত গ্রেফতারির মতো কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল।
বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই আধিকারিক প্রশান্ত মেশরাম। আরও তিন আধিকারিকের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন তিনি। সিউড়ি আদালতে এই মামলা চলছে। বিদ্যুৎ চক্রবর্তী তাঁর বিরুদ্ধে মামলা খারিজের জন্য এর আগে কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন। কিন্তু হাই কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। তারপরে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।
আজ বিদ্যুতের আইনজীবী যুক্তি দেন, প্রশান্ত মেশরাম ওড়িশার একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পদে কাজ করতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। অনুমতি দেওয়া হলেও সিএজি-র রিপোর্টের ভিত্তিতে ইউজিসি উপাচার্যকে কিছু অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বলে। তাতে মেশরামের অন্য চাকরিতে যোগ দেওয়ায় বাধা পড়ে। তার পরে তিনি জাতীয় তফসিলি জাতি কমিশনে অভিযোগ করেন। আইনি অভিযোগও দায়ের করেন। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ এই মামলায় রাজ্য সরকার ও অন্যান্য পক্ষের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, আপাতত বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করা যাবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)