রাজধানীতে বায়ুদূষণে রাশ টানতে যে সব কড়াকড়ি আরোপ করা হয়েছে, তা এখনই শিথিল করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ বলেন, তাঁরা ৫ তারিখ অবধি অপেক্ষা করবেন। দূষণের মাত্রা কমেছে দেখলে তবেই কড়াকড়ি আলগা করার কথা ভাববেন।
অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটি অবশ্য কড়াকড়ি শিথিল করার জন্যই সওয়াল করেছিলেন। আদালত-বন্ধু আইনজীবী অপরাজিতা সিংহ বলেন, এমনিতে কড়াকড়ি আলগা করার বিপক্ষে তিনি থাকতেন না, যদি জরুরি পদক্ষেপগুলো আগাম করা হত। সেটা হয়নি। পরে বিচারপতি ওকা স্পষ্ট বলেন, ‘‘একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স, বায়ুতে দূষণের মাত্রা-সূচক) মোটেই স্থিতিশীল হয়নি। বরং বেড়েছে। আপনাদের পরামর্শ খতিয়ে দেখব। কিন্তু আজ কিছু শিথিল করছি না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)