কেন্দ্রীয় তথ্য কমিশনে নিয়োগের জন্য বাছাই করা প্রার্থীদের নাম প্রকাশের নির্দেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের মতে, কেন্দ্র তথ্যের অধিকার আইনের অধীনে নিয়োগের ক্ষেত্রে কোর্টের আগের নির্দেশ মেনে চলবে না এমন সন্দেহ করার কোনও কারণ নেই।
কেন্দ্রীয় ও রাজ্য তথ্য কমিশনগুলিতে নিয়োগে দেরি ও শূন্য পদ নিয়ে একটি জনস্বার্থ মামলার আজ শুনানি হয় সুপ্রিম কোর্টে। আবেদনকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়ালে বলেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র কমিশনগুলিকে শূন্য পদ পূরণ করছে না।
ভূষণ জানান, ৭ জানুয়ারি কোর্ট কেন্দ্রকে কমিশনে নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির সদস্য ও যে সব প্রার্থীরা আবেদন করেছেন তাঁদের নাম প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু কেন্দ্র সেই নির্দেশ মানেনি। অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ জানান, কমিটি নাম বাছাই করেছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও এক কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে গঠিত নিয়োগ কমিটি ওই নিয়োগের কাজ করবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নিয়োগের কাজ শেষ করা হবে। ভূষণ জবাবে বলেন, বাছাই করা প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি।
বিচারপতি সূর্য কান্ত বলেন, নিয়োগে দেরি হয়েছে ঠিকই। কিন্তু কেন্দ্র অল্প সময় চাইছে। ফলে প্রক্রিয়ার ফলের জন্য অপেক্ষা করা উচিত। কারণ, নিয়োগ প্রক্রিয়ার প্রতি ধাপে আদালত হস্তক্ষেপ করলে প্রক্রিয়া ব্যাহত হবে। অনুপযুক্ত ব্যক্তি নিযুক্ত হলে কোর্ট অবশ্যইহস্তক্ষেপ করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)