Advertisement
E-Paper

কড়া হল সুপ্রিম কোর্ট

পেশার নিয়ম ভেঙে উকিলদের দুর্ব্যবহার প্রসঙ্গে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এ দিন উত্তরপ্রদেশের এটাওয়ার বিচারককে ভীতি প্রদর্শনের মামলায় মণিপাল সিংহ রানা নামে এক আইনজীবীর বিরুদ্ধে‌ রায় দিয়েছে শীর্ষ আদালত।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৩:৪৬

পেশার নিয়ম ভেঙে উকিলদের দুর্ব্যবহার প্রসঙ্গে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এ দিন উত্তরপ্রদেশের এটাওয়ার বিচারককে ভীতি প্রদর্শনের মামলায় মণিপাল সিংহ রানা নামে এক আইনজীবীর বিরুদ্ধে‌ রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই রায়েই বিচারপতি দাভের বেঞ্চ জানায়, ‘‘পেশার নিয়ম ভাঙা-সহ আইনজীবী আইনের সব দিক খতিয়ে দেখুক আইন কমিশন। ছ’মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র উপযুক্ত পদক্ষেপ করবে বলে আমাদের আশা।’’

Supreme court Uttar-pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy