Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া চায় শীর্ষ আদালত

মসজিদে মহিলাদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করেছিলেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ১৩:৪১
Share: Save:

দেশের সমস্ত মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট

শুক্রবার এই মর্মে কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে একটি নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালতের এক বেঞ্চ। তিন সদস্যের ওই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন বিচারপতি এস এ বোবদে এব‌ং বিচারপতি এস এ নাজির।

মসজিদে মহিলাদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করেছিলেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা। আদালতের কাছে আবেদনে তাঁর দাবি ছিল, দেশের সমস্ত মসজিদে প্রবেশাধিকার থেকে মহিলাদের বঞ্চিত করায় তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। এ নিয়ে সরকারের পাশাপাশি ওয়াকফ বোর্ডের কাছেও যথাযথ নির্দেশ জারির আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৫৬টি আসনে জয় নিশ্চিত করে, আদিত্য ঠাকরের জন্য কুর্সির আধখানা চাইছেন উদ্ধব

আরও পড়ুন: ‘রোটি’ ও ‘রাষ্ট্রবাদ’-এর লড়াইয়ে দেশভক্তির জিগির তুলেও ঢাকা পড়েনি পেটের খিদে

এ দিন ওই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছে শীর্ষ আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Of India PIL India Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE