দিল্লির চাণক্যপুরীতে রবিবার সকালে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। সঙ্কটজনক আরও এক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাচক্রে, যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাষ্ট্রপতি ভবন থেকে দু’কিলোমিটার দূরে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দুই পথচারী। সেই সময় আচমকা একটি এসইউভি এসে দু’জনকে ধাক্কা মারে। তার পর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। সেই দেহ এক ঘণ্টা ধরে পড়ে ছিল। পরে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। গাড়ি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি সদ্য কেনা হয়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। গাড়ির নম্বরপ্লেটটি উত্তরপ্রদেশের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবক তাঁর বন্ধুর কাছ থেকে গাড়িটি নিয়েছিলেন। জেরায় গাড়িচালক দাবি করেছেন, হঠাৎ করে ঝিমুনি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে এই দুর্ঘটনা। ফরেন্সিক দল গাড়িটির পরীক্ষা করছে। চালকের আঙুলের ছাপ নেওয়া হয়েছে।