Advertisement
১৭ মে ২০২৪

গতিমান এক্সপ্রেসকে হারালো টালগো, দৌড়বে ঘণ্টায় ১৮০ কিমি বেগে

গতিমান এক্সপ্রেস ছোটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। বুধবার তাকেও টপকে ঘণ্টায় ১৮০ কিমি বেগে দৌড়ল টালগো। এখন টালগোই ভারতীয় রেলের ‘উসেইন বোল্ট’। মাত্র ৩৮ মিনিটে ৮৪ কিমি পথ অতিক্রম করার ক্ষমতা রাখে স্প্যানিশ সংস্থার তৈরি টালগো।

স্প্যানিশ সংস্থার তৈরি টালগো

স্প্যানিশ সংস্থার তৈরি টালগো

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ১৭:১৫
Share: Save:

গতিমান এক্সপ্রেস ছোটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। বুধবার তাকেও টপকে ঘণ্টায় ১৮০ কিমি বেগে দৌড়ল টালগো। এখন টালগোই ভারতীয় রেলের ‘উসেইন বোল্ট’। মাত্র ৩৮ মিনিটে ৮৪ কিমি পথ অতিক্রম করার ক্ষমতা রাখে স্প্যানিশ সংস্থার তৈরি টালগো।

মথুরা-পালওয়াল রুটে পরীক্ষা করা হয় ভারতীয় রেলের সবচেয়ে গতিশীল ট্রেনটিকে। আগ্রার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রভাশ কুমার বলেন, ‘‘গতকাল সফল ভাবে ঘণ্টায় ১৮০ কিমি দৌড়তে সক্ষম হয়েছে টালগো।’’ ট্রায়ালের পঞ্চম দিনে মথুরা থেকে পালওয়াল পর্যন্ত ৮৪ কিমি অতিক্রম করেছে মাত্র ৩৮ মিনিটে। যদিও প্রথম দিন টালগোর গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিমি। এর পর প্রতি দিন ঘণ্টায় ১০ কিমি করে বাড়ানো হয় টালগোর গতি।

ঘণ্টায় ১৮০ কিমি বেগে দৌড়তে সক্ষম হলেও এ বার আরও একটি পরীক্ষা দিতে হবে টালগোকে। রেল কর্তৃপক্ষ জানান, মাল ভর্তি করে টালগোর গতি চেক করা হবে। বাঁক নেওয়ার সময় ট্রেনের অবস্থাও পরীক্ষা করে দেখা হবে। সূত্রের খবর, ভবিষ্যতে দিল্লি-মুম্বই রুটে চালু হবে টালগো।

আরও খবর- বৈষম্যের অভিযোগ এনে বায়ুসেনার বিরুদ্ধে মামলা করলেন সেই পূজা ঠাকুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Talgo Rail Indian Rail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE