Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নিহতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ তামিলনাড়ুর

অন্ধ্র পুলিশের হাতে নিহত ২০ জনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার। বুধবার একটি সরকারি বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ওই ক্ষতিপূরণ দেওয়া হবে। চিত্তুর-কাণ্ড নিয়ে মঙ্গলবারই উদ্বেগ প্রকাশ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। অন্ধ্র সরকারের কাছে দ্রুত রিপোর্ট তলবও করে তারা।

চিত্তুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চেন্নাইয়ে। বুধবার। ছবি: পিটিআই।

চিত্তুর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চেন্নাইয়ে। বুধবার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০৩:১৪
Share: Save:

অন্ধ্র পুলিশের হাতে নিহত ২০ জনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার। বুধবার একটি সরকারি বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ওই ক্ষতিপূরণ দেওয়া হবে।

চিত্তুর-কাণ্ড নিয়ে মঙ্গলবারই উদ্বেগ প্রকাশ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। অন্ধ্র সরকারের কাছে দ্রুত রিপোর্ট তলবও করে তারা। বুধবার এই ঘটনার বিষয়ে রাজ্যের কাছে সবিস্তার জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। অন্ধ্রপ্রদেশের প্রধানমন্ত্রী চন্দ্রবাবু
নায়ডু তাঁকে গোটা ঘটনাটি জানিয়েছেন বলে সরকারি সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। চিত্তুরের জেলাশাসক সিদ্ধার্থ জৈন বুধবার জানিয়েছেন, ‘‘অতিরিক্ত জেলাশাসক ওই এলাকার ডিআরও-র পদেও রয়েছেন। তিনিই গোটা ঘটনাটির তদন্ত করে আমাকে রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে।’’

মঙ্গলবার সকালে চিত্তুর-কাণ্ডের পর থেকেই ক্ষোভ দানা বাঁধতে শুরু করে তামিলনাড়ুতে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্র-তামিলনাড়ু বাস চলাচলও। অন্ধ্র থেকে আসা বেশ কয়েকটি বাসকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা। চিত্তুর থেকে আসা বেশ কয়েকটি বাসকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে স্থানীয় সূত্রের খবর। এপিএসআরটিসি (অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এর তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু পুলিশ সবুজ সঙ্কেত না দেওয়া পর্যন্ত দুই রাজ্যের মধ্যে সরকারি বাস চলাচল স্থগিত রাখা হবে। তবে বেসরকারি বাস চলাচলে এ দিন কোনও বিঘ্ন ঘটেনি।

ভেলোরের সরকারি আইন কলেজের পড়ুয়ারা এ দিন ভেলোর-চিত্তুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ভেলোরের কাছে ওয়ালাজাহ রোড রেলওয়ে জংশনেও অবরোধ করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ৫০ জনকে আটকও করা হয়েছে। চিদম্বরম এলাকায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর কুশপুতুলও পোড়ানো হয়। সেখানেও পুলিশ ২৬ জনকে গ্রেফতার করে, যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গোটা ঘটনার কড়া ভাষায় নিন্দা করে পিএমকে প্রধান এস রামডস বুধবার অভিযোগ করেন, ‘‘এটি নিঃসন্দেহে ভুয়ো সংঘর্ষের ঘটনা। গোটাটাই পূর্ব পরিকল্পিত।’’ তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে জানানো উচিত। তবেই উপযুক্ত তদন্ত হবে এবং নিহতদের পরিবার ন্যায়বিচার পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE