কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থা ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল’ আর ওষুধ তৈরি করতে পারবে না তামিলনাড়ুতে। ওষুধ প্রস্তুতের জন্য সংস্থার লাইসেন্স সম্পূর্ণ ভাবে বাতিল করে দিয়েছে এমকে স্ট্যালিনের সরকার। ওই সংস্থাকে বন্ধ (শাটডাউন) করার জন্য নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।
তামিলনাড়ুর ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওই সংস্থার তৈরি কাশির সিরাপ ‘কোল্ডরিফ’। অভিযোগ উঠেছে, ওই কাশির সিরাপ খাওয়ার ফলে মধ্যপ্রদেশে ২০ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ে রাজস্থানের বেশ কয়েক জন শিশুও। বিতর্কের মাঝে গত সপ্তাহেই সংস্থার মালিক রঙ্গনাথনকে চেন্নাই থেকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই অনুসারে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর (সোমবার) থেকেই ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল’কে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই সংস্থার ওষুধ তৈরির লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে। দফতর থেকে আরও জানানো হয়েছে, ওই সংস্থার কাশির সিরাপ ‘কোল্ডরিফ’-এ বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে। ডাইথিলিন গ্লাইকল (এক ধরনের বিষাক্ত পদার্থ) পাওয়া গিয়েছে ওই সিরাপে। মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর সঙ্গে ওই সিরাপের নাম জড়িয়েছে। এই ঘটনাগুলির জেরেই সংস্থার ওষুধ তৈরির লাইসেন্স বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন:
ওই কাশির সিরাপে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। তা ছাড়া ওই সংস্থার ওষুধ তৈরির জন্য এবং তা পরীক্ষা করানোর জন্য যথেষ্ট ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠে এসেছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে, তামিলনাড়ুর ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ৩০০টিরও বেশি নিয়ম লঙ্ঘন করেছে বলে বিভাগীয় আধিকারিকদের নজরে এসেছে।
বিতর্কিত ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল’-এর যোগসূত্র ধরে তামিলনাড়ুর একাধিক জায়গায় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে চেন্নাইয়ের অন্তত সাতটি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা।