E-Paper

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব স্ট্যালিনের সর্বদলে

প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপড্ডি পলানিস্বামীর নেতৃত্বে প্রধান বিরোধী দল এডিএমকে অবশ্য সর্বদল বৈঠক বয়কট করেছিল। পিএমকে, অভিনেতা বিজয়ের টিভিকে-সহ আরও কয়েকটি দল বৈঠকে যায়নি। মোট ৪৯টি দল সবর্দল বৈঠকে উপস্থিত ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০৬:৩৭
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডাকে সর্বদল বৈঠক। চেন্নাইয়ে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডাকে সর্বদল বৈঠক। চেন্নাইয়ে। — নিজস্ব চিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধ রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত হল তামিলনাড়ু সরকারে ডাকা সর্বদল বৈঠকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণী ওই রাজ্যেও কাল, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর গণনা-পত্র পূরণ শুরু হওয়ার কথা। সেই উপলক্ষে নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক হয়ে গিয়েছে আগেই। রাজ্যের দলগুলিকে নিয়ে আলাদা করে ররিবার চেন্নাইয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপড্ডি পলানিস্বামীর নেতৃত্বে প্রধান বিরোধী দল এডিএমকে অবশ্য সর্বদল বৈঠক বয়কট করেছিল। পিএমকে, অভিনেতা বিজয়ের টিভিকে-সহ আরও কয়েকটি দল বৈঠকে যায়নি। মোট ৪৯টি দল সবর্দল বৈঠকে উপস্থিত ছিল। এসআইআর নিয়ে দীর্ঘ আলোচনার পরে সেখানে ঠিক হয়েছে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। শাসক ডিএমকে-সহ একাধিক দলের মত, বিহারের প্রেক্ষিতে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। এমতাবস্থায় কমিশন তামিলানাড়ুর মতো রাজ্যের আবেদন গ্রাহ্য না-করে বিধানসভা ভোটের আগেই এসআইআর করতে চাইছে। তাই সর্বোচ্চ আদালতেরই দৃষ্টি আকর্ষণ করা হবে। পরে মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, ‘‘এসআইআর নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ও সংশয় রয়েছে। সেগুলো দূর করার আগেই বিধানসভা নির্বাচনের মুখে কমিশন এসআইআর করতে যাচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না। আমাদের তোলা প্রশ্নগুলো যে হেতু কমিশন শোনেনি, তাই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে সর্বদল বৈঠকে।’’ দক্ষিণ ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে নভেম্বর-ডিসেম্বরে যে বৃষ্টি হয়, তা-ও এসআইআর-এ বিঘ্ন ঘটাতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যারা বৈঠকে যোগ দেয়নি, তাদেরও নিজেদের দলে আলোচনা করে ‘গণতন্ত্রকে রক্ষার স্বার্থে’ অবস্থান নেওয়ার আর্জি জানিয়েছেন স্ট্যালিন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

MK Stalin Supreme Court of India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy