রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধ রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত হল তামিলনাড়ু সরকারে ডাকা সর্বদল বৈঠকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণী ওই রাজ্যেও কাল, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর গণনা-পত্র পূরণ শুরু হওয়ার কথা। সেই উপলক্ষে নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক হয়ে গিয়েছে আগেই। রাজ্যের দলগুলিকে নিয়ে আলাদা করে ররিবার চেন্নাইয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপড্ডি পলানিস্বামীর নেতৃত্বে প্রধান বিরোধী দল এডিএমকে অবশ্য সর্বদল বৈঠক বয়কট করেছিল। পিএমকে, অভিনেতা বিজয়ের টিভিকে-সহ আরও কয়েকটি দল বৈঠকে যায়নি। মোট ৪৯টি দল সবর্দল বৈঠকে উপস্থিত ছিল। এসআইআর নিয়ে দীর্ঘ আলোচনার পরে সেখানে ঠিক হয়েছে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। শাসক ডিএমকে-সহ একাধিক দলের মত, বিহারের প্রেক্ষিতে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। এমতাবস্থায় কমিশন তামিলানাড়ুর মতো রাজ্যের আবেদন গ্রাহ্য না-করে বিধানসভা ভোটের আগেই এসআইআর করতে চাইছে। তাই সর্বোচ্চ আদালতেরই দৃষ্টি আকর্ষণ করা হবে। পরে মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, ‘‘এসআইআর নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ও সংশয় রয়েছে। সেগুলো দূর করার আগেই বিধানসভা নির্বাচনের মুখে কমিশন এসআইআর করতে যাচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না। আমাদের তোলা প্রশ্নগুলো যে হেতু কমিশন শোনেনি, তাই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে সর্বদল বৈঠকে।’’ দক্ষিণ ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে নভেম্বর-ডিসেম্বরে যে বৃষ্টি হয়, তা-ও এসআইআর-এ বিঘ্ন ঘটাতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যারা বৈঠকে যোগ দেয়নি, তাদেরও নিজেদের দলে আলোচনা করে ‘গণতন্ত্রকে রক্ষার স্বার্থে’ অবস্থান নেওয়ার আর্জি জানিয়েছেন স্ট্যালিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)