একটা করে দিন চলে যাচ্ছে। কিন্তু, টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব লোকসভায় উঠলই না। কারণ, সেই বিশৃঙ্খলা এবং হইহল্লা!
আর গোটা ঘটনায় রীতিমতো বিরক্ত লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। বুধবারও তিনি সারাদিনের মতো অধিবেশন মুলতুবি করে দিয়ে বলেন, ‘‘লোকসভায় যা ঘটে চলেছে, তা অপ্রত্যাশিত। দেশ এমন ঘটনা আগে দেখেনি।’’
অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ অধিকারের প্রতিশ্রতি দিয়েও তা রক্ষা করার চেষ্টা করছে না কেন্দ্র। এমন অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে গত সোমবার অনাস্থা প্রস্তাব জমা দেয় টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেস। কিন্তু, সে দিন অধিবেশন শুরু হওয়ার পরই তা মুলতুবি হয়ে যায়। মঙ্গলবারও একই ছবি দেখেছে লোকসভা। হুইপ জারি করে নিজেদের সাংসদদের অধিবেশনে আসার নির্দেশ দেয় ওই দুই দল। বার বার ব্যর্থ হয়ে ওই দলের সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। স্পিকারের অভিযোগ, এরকম অবস্থায় অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকা সাংসদদের মাথা গোনা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।