জলমগ্ন স্কুল। পড়ুয়ারা সেই জল দাঁড়িয়ের একের পর এক প্লাস্টিকের চেয়ার পেতে দিচ্ছে। আর সেই চেয়ারের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন শিক্ষিকা। উত্তরপ্রদেশের একটি স্কুলের এই ভিডিয়ো ভাইরাল। তার পরেই সাসপেন্ড করা হয়েছে শিক্ষককে।
উত্তরপ্রদেশের মথুরা জেলার বালদেও এলাকার একটি প্রাথমিক স্কুলে এই কাণ্ড ঘটেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে জল জমেছে স্কুলে। সেই গোড়ালি পর্যন্ত জলের মধ্যে দিয়ে হেঁটেচলে বেড়াচ্ছে পড়ুয়ারা। কিন্তু ওই শিক্ষিকা নারাজ।
তাঁর জন্য চেয়ার পেতে দিচ্ছে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ওই শিক্ষিকার চর্ম রোগ রয়েছে। সে কারণেই জলে নামতে চাননি। নেটাগরিকরা যদিও এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
#ViralVideo
— Johnson PRO (@johnsoncinepro) July 28, 2022
யார் யாருக்கு உதவி செய்வது!
டீச்சருக்கு உதவிய மாணவர்கள் !!#UttarPradesh |Teacher Entering Flooded School, Students Hold Chairs ! pic.twitter.com/weIcpBukwa