E-Paper

শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ‘যোগ্যরা’

বুধবার থেকে প্রায় শ’দুয়েক চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা দিল্লিতে রামলীলা ময়দানে ধর্নায় বসেছেন। আজ তাঁদের প্রতিনিধিরা দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সঙ্গে দেখা করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৯:২৩

—ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিহারা ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্যদের সঙ্গে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেখা করতে পারেন। মঞ্চের সদস্যেরা জানিয়েছেন, বিজেপির তরফ থেকে তাঁদের জানানো হয়েছে যে মঞ্চের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখা করবেন।

বুধবার থেকে প্রায় শ’দুয়েক চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা দিল্লিতে রামলীলা ময়দানে ধর্নায় বসেছেন। আজ তাঁদের প্রতিনিধিরা দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সঙ্গে দেখা করেন। এ ছাড়া, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গেও তাঁরা বৈঠক করে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মিরের সঙ্গেও দেখা করেছেন তাঁরা। এ ছাড়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মঞ্চের সদস্য মেহবুব মণ্ডল বলেন, “ছ’সাত বছর শিক্ষকতা করার পরে চাকরি চলে গিয়েছে। এখন নতুন করে চাকরি পেতে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গেই ফের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে হবে।” আজ দিল্লির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাংবাদিক সম্মেলনে যোগ দেন। তাঁদের অভিযোগ, এক দিকে মোদী সরকারের জাতীয় শিক্ষা নীতি, অন্য দিকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির ফলে সামগ্রিক ভাবে সরকারি স্কুলগুলি ধ্বংস হতে চলেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bengal SSC Recruitment Case Supreme Court of India Dharmendra Pradhan Union Education Minister

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy