Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জেরার আগে লালুর কায়দায় টুইট তেজস্বীর

নিয়ম ভেঙে রেলের হোটেল বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদের বিরুদ্ধে। বিনিময়ে বেনামি সংস্থার মাধ্যমে লালুর পরিবারকে দানাপুরের সগুনা মোড়ে কয়েক কোটি টাকার জমি দেওয়া হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৩:৪৫
Share: Save:

লালুপ্রসাদের হাজিরার পর দিন নয়াদিল্লির সিবিআই দফতরে পৌঁছলেন ছেলে তেজস্বী যাদব। নিয়ম ভেঙে রেলের হোটেল লিজ দেওয়ার মামলায় আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থার ৬ গোয়েন্দা জেরা করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। দুপুর থেকে সন্ধে পর্যন্ত সেখানে ছিলেন তেজস্বী। এ দিন সকালে সিবিআই দফতরে যাওয়ার আগে লালুর কায়দায় টুইট করেন তিনি। তেজস্বী লেখেন— ‘শেষে মিথ্যার পরাজয় আর আমাদের সত্যেরই বিজয় হবে।’

নিয়ম ভেঙে রেলের হোটেল বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদের বিরুদ্ধে। বিনিময়ে বেনামি সংস্থার মাধ্যমে লালুর পরিবারকে দানাপুরের সগুনা মোড়ে কয়েক কোটি টাকার জমি দেওয়া হয় বলে অভিযোগ। সেই জমিতে শপিংমল তৈরি করছিল রাবড়ীদেবী-তেজস্বীর মালিকানাধীন সংস্থা। বিষয়টি প্রকাশ্যে আসতেই আয়কর বিভাগ এবং সিবিআই তদন্ত শুরু করে।

গত ৫ জুলাই লালুপ্রসাদ, তেজস্বী এবং রাবড়িদেবী-সহ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। লালুপ্রসাদের পটনার বাসভবন-সহ কয়েক জায়গায় অভিযানও চালায় সিবিআই। চার বার সমন পাঠিয়ে লালু-তেজস্বীকে জেরার জন্য ডাকা হয়েছিল। তিন বার সমন এড়িয়ে গেলেও গত কাল নয়াদিল্লিতে সিবিআই সদর দফতর যান লালু। প্রায় সাত ঘন্টা সেখানে ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE