স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগ দেবে আইআইইএসটি, শিবপুর। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে ওই কাজের জন্য নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
মেটালার্জি, মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস, মেকানিক্যাল, অ্যাপ্লায়েড মেকানিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সেরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। জানতে হবে অ্যাটমিস্টিক স্টিমুলেশন নিয়ে কাজের কৌশলও। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। ওই মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিযুক্তদের ৪৮ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে ১১ ডিসেম্বরের মধ্যে তাঁদের ওয়েবসাইটের দেওয়া লিঙ্ক মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন।