নিজের এলাকার দীর্ঘ দিনের ভাঙাচোরা রাস্তার দাবিতে কুর্তা-পাজামা ছেড়ে হাফ প্যান্ট-গেঞ্জি পড়ে বিধানসভায় আসছিলেন পশ্চিম চম্পারণের বিজেপি বিধায়ক বিনোদ বিহারী। অধিবেশনের প্রথম দিনেই শোরগোল ফেলে দেন তিনি। তাঁর সেই আন্দোলনের জেরেই ওই রাস্তা নির্মাণে সক্রিয় হল রাজ্য সরকার। আজ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা পূর্ত মন্ত্রী তেজস্বী যাদব বিনোদবাবুকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে রাস্তা নির্মাণের জন্য ৮০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেন। উপহার দেন কুর্তা-পাজামা। তেজস্বী বলেন, ‘‘উনি এলাকার মানুষের জন্যই লড়াই করছেন। ওঁর দাবি মেনে নেওয়া হল।’’