ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপনের বর্ষব্যাপী নানা কর্মসূচির শেষে রবিবার তেলেঙ্গনার খাম্মামে মিছিল ও সমাবেশ করল সিপিআই। প্রসঙ্গত, কানপুরে ১৯২৫-এর ২৬ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন থেকে ভারতে দলের পথ চলা শুরু হিসাবে পালন করে সিপিআই। অবিভক্ত অন্ধ্রপ্রদেশে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের অন্যতম ঘাঁটি ছিল খাম্মাম, পরেও সেখানে বামেদের সাংগঠনিক প্রভাব ছিল উল্লেখযোগ্য। সেই খাম্মামকেই শতবর্ষ সমাপ্তির সমাবেশের জন্য বেছে নিয়েছিল সিপিআই। সভায় অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেছেন তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পাশাপাশি, বক্তা ছিলেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা-সহ এবং ভেনেজ়ুয়েলা, কিউবা, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, প্যালেস্টাইন, নেপালের কমিউনিস্ট নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)