নাগরিকত্ব যাচাই নয়, বিশেষ ভোটার তালিকা পরিমার্জনের সময় কেবল তালিকা সংশোধন ও নতুন ভোটার অন্তর্ভুক্তি করা হোক বলে আজ নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল এনডিএ সরকারের বড় শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি)। পাশাপাশি বিভিন্ন মরশুমে ভিন্ রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তা-ও কমিশনকে নিশ্চিত করতে অনুরোধ করেছে টিডিপি।
আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করতে টিডিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। বৈঠকে টিডিপি নেতৃত্ব সংস্কারের পক্ষে সওয়াল করলেও যে ভাবে বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করছে কমিশন, তা নিয়ে আপত্তি জানিয়েছে অন্ধ্রের শাসক দল। তাদের বক্তব্য, এ ধরনের সংশোধনের কাজ ভোটের ছ’মাস আগে হওয়া মোটেই কাম্য নয়। তালিকা সংশোধন করতে গিয়ে নাগরিকত্ব যাচাই করা কমিশনের কাজ নয়। বিহারে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের নাগরিকদের নাম তালিকায় রয়েছে বলে জানিয়েছে কমিশন। এই আবহে টিডিপির বিষয়টি নিয়ে সরব হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনেকরা হচ্ছে।
বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রশ্নে রাখা একাধিক শর্ত নিয়েও আজ প্রশ্ন তুলেছে টিডিপি। যেমন, বিহারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকার বদলে ২০০৩ সালকে ভিত্তিবর্ষ হিসাবে গণ্য করা হচ্ছে। যা নিয়ে আপত্তি তুলে টিডিপি নেতৃত্বের বক্তব্য, বিশেষ কোনও কারণ না থাকলে শেষ যে তালিকার ভিত্তিতে ভোট হয়েছে, সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের যেন আলাদা করে ভোটার হিসাবে প্রমাণ দিতে না হয়। আর কারও নাম যথাযথ তদন্তের পরেই যাতে বাদ পড়ে এবং কোন যুক্তিতে ওই নাম বাদ পড়ছে, তা কমিশনকে প্রমাণ করতে হবে বলে সুপারিশ করেছে টিডিপি। তালিকা নিয়ে কোনও অসঙ্গতি হলে তা যাতে সিএজি-র মতো কোনও তৃতীয় পক্ষ যাচাই করে দেখে, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।
বিহারে নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এমন ১৭ লক্ষ ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। টিডিপি নেতৃত্বের বক্তব্য, অন্ধ্রপ্রদেশের বড় সংখ্যক শ্রমিক বছরের একটি নির্দিষ্ট সময়ে গ্রামীণ এলাকা ছেড়ে উপকূল এলাকায় কাজের উদ্দেশে যান। ওই পরিযায়ী শ্রমিকেরা যেখানে কাজ করছেন, সেখানে ‘মোবাইল বুথ পর্যায়ের আধিকারিক’ নিয়োগ করার দাবি করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের দেওয়া সাময়িক ঠিকানার ভিত্তিতে তাঁদের নাম যেন আদি বাসস্থান এলাকার ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে টিডিপি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)