Advertisement
০৪ মে ২০২৪

লরির সংঘর্ষে জখম ১০

দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে জখম হয়েছেন দশ জন মাছ ব্যবসায়ী। তাঁদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আজাদুর রহমান, জইনউদ্দিন, জামালউদ্দিন, কামালউদ্দিনের প্রাথমিক চিকিত্সা করিমগঞ্জ সরকারি হাসপাতালে করা হলেও পরে তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ-হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০২:৪১
Share: Save:

দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে জখম হয়েছেন দশ জন মাছ ব্যবসায়ী। তাঁদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আজাদুর রহমান, জইনউদ্দিন, জামালউদ্দিন, কামালউদ্দিনের প্রাথমিক চিকিত্সা করিমগঞ্জ সরকারি হাসপাতালে করা হলেও পরে তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ-হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আজ সকালে করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার মৈনাতে এই দুর্ঘটনা ঘটে। একটি লরি পাথারকান্দি থেকে করিমগঞ্জ অভিমুখে আসছিল এবং অন্য লরিটি নিলামবাজার থেকে পাথারকান্দির দিকে যাচ্ছিল। পাথারকান্দি-মুখী লরিতে মাছের পোনা নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু মৈনা এলাকায় দুর্ঘটনার ফলে লরিতে থাকা প্রায় সকল যাত্রীই লরি থেকে ছিটকে পড়েন। স্থানীয় মানুষই জখম যাত্রীদের উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road accident Karimganj Patherkandi hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE