অসমে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন বিক্ষিপ্ত কিছু গোলোযোগের ঘটনা বাদে মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই মিটল। ভোট হল ১৪টি জেলার ২১৬টি জেলা পরিষদ, ৯৪টি আঞ্চলিক পঞ্চায়েত এবং ১,১৩৯টি গ্রাম পঞ্চায়েতে। মোট ১২,৯১৬টি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ৮৯.৫৯ লক্ষের বেশি।
ইতিমধ্যেই মোট ৩৪৮টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা, যার মধ্যে বিজেপি জোট ৩২৫টি আসন জিতেছে। এনডিএ ৩৭টি জেলা পরিষদ (৩৫টি বিজেপি এবং ২টি অগপ) ও ২৮৮টি আঞ্চলিক পঞ্চায়েত (২৫৯টি বিজেপি এবং ২৯ অগপ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। নির্দল প্রার্থীরা ১৫টি আঞ্চলিক পরিষদ আসন, কংগ্রেস নয়টি এবং এআইইউডিএফ একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। কিছু জায়গা থেকে গোলমাল, ভোট বন্ধ হওয়ার খবর এসেছে। কাটিগড়ার বোয়ালিপাড় এলপি স্কুলে এক ঘণ্টার জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। সেখানে জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী কুবের যাদব-সহ কয়েক জন জখম হন। মাজুলির কাঁচিকাটা কেন্দ্রে বুথ ভাঙচুর ও ব্যালট বাক্স কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রথম ধাপে যে সব বুথে পুনর্নির্বাচন হবে, সেখানে ৪ মে ভোট হবে। নির্বাচনের দ্বিতীয় ধাপ হবে ৭ মে। গণনা ১১ মে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)