Advertisement
১৬ জুন ২০২৪
Kashmiri Pandit

Kashmiri Pandit: ‘হয় কাশ্মীর ছাড়ো নয় মরো!’ এ বার ছাপার অক্ষরে পণ্ডিতদের হুমকি চিঠি জঙ্গিদের

বৃহস্পতিবারই কাশ্মীরের বেলগামে পণ্ডিত সম্প্রদায়ের এক যুবককে গুলি করে খুন করেছে জঙ্গিরা। পরে ঘটনাটির দায় স্বীকারও করে একটি জঙ্গি সংগঠন।

রাহুল ভাটের হত্যার পর প্রতিবাদে পথে নেমেছিলেন কাশ্মীরি পণ্ডিতরা।

রাহুল ভাটের হত্যার পর প্রতিবাদে পথে নেমেছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৬ মে ২০২২ ০৮:৫৮
Share: Save:

কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের অবিলম্বে কাশ্মীর ছেড়ে যাওয়ার নির্দেশ দিল জঙ্গি সংগঠন লস্কর-এ-ইসলাম। চিঠি দিয়ে কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়কে তারা জানিয়েছে, ‘হয় কাশ্মীর ছাড়ো নয় মরো!’

বৃহস্পতিবারই কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের এক সরকারি চাকুরেকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। রাহুল ভট্ট নামের ওই যুবকের হত্যার ঘটনায় পরে জঙ্গি সংগঠন ‘কাশ্মীর টাইগার্স’ দায় স্বীকার করে। ঘটনাটির প্রতিবাদে এখনও ক্ষোভে ফুঁসছেন কাশ্মীরি পণ্ডিতরা। এরই মধ্যে এই চিঠি। রবিবার কাশ্মীরের পুলওয়ামার হালওয়ায় যে শরণার্থী কলোনিতে কাশ্মীরি পণ্ডিতরা থাকেন, সেখানে ওই চিঠি এসেছে। হালওয়ার শরণার্থী কলোনির সভাপতিকে লেখা ঠিক সাড়ে তিন লাইনের ওই চিঠিতে খুনের স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের।

কাশ্মীরি পন্ডিতদের উদ্দেশে লেখা জঙ্গিদের হুমকি চিঠি।

কাশ্মীরি পন্ডিতদের উদ্দেশে লেখা জঙ্গিদের হুমকি চিঠি। ছবি: সংগৃহীত।

চিঠিটি লস্কর-এ-ইসলামের লেটারহেডে লেখা। তাতে লেখা— ‘সমস্ত শরণার্থী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিনিধিদের বলছি, হয় পালাও নয়তো মৃত্যুর মুখোমুখি হও! যে সমস্ত কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরকে ইজরায়েল বানাতে চায়, এখানকার মুসলিমদের খুন করতে চায়, তাদের কাশ্মীরে জায়গা নেই।’

আরও স্পষ্ট করে ওই চিঠিতে জঙ্গিরা জানিয়েছে, চাইলে এই পণ্ডিতরা নিজেদের নিরাপত্তা দ্বিগুণ এমনকি তিন গুণও করে নিতে পারেন, কিন্তু তাতে লাভ হবে না। শেষ লাইনে জঙ্গি সংগঠনটি ঘোষণা করেছে, ‘তোমরা মরবেই।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE