Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jammu and Kashmir

সাতসকালে জঙ্গিদের গুলিতে নিহত জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা

সাজাদ আহমেদ নামের ওই বিজেপি নেতা সরপঞ্চও ছিলেন। বৃহস্পতিবার সকালে ভেসুতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি।

জম্মু ও কাশ্মীরের রাস্তায় টহল নিরাপত্তারক্ষীদের। ছবি—পিটিআই।

জম্মু ও কাশ্মীরের রাস্তায় টহল নিরাপত্তারক্ষীদের। ছবি—পিটিআই।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২০ ১১:৫৯
Share: Save:

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বিজেপির নেতাকে গুলি করে মারল জঙ্গিরা। সাজাদ আহমেদ নামের ওই বিজেপি নেতা সরপঞ্চও ছিলেন। বৃহস্পতিবার সকালে ভেসুতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। তার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিজেপির ওই সরপঞ্চ অন্যান্য সরপঞ্চদের সঙ্গে অস্থায়ী শিবিরে থাকতেন। সেখান থেকে বৃহস্পতিবার ভেসুতে নিজের বাড়ি আসছিলেন তিনি। বাড়ি ঢোকার কয়েক মিটার আগেই তাঁর উপর জঙ্গিরা গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় কুলগামের মীর বাজারে আরিফ আহমেদ নামের এক বিজেপি নেতার উপর গুলি চালায় জঙ্গিরা। প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই ঘটনার এক দিন পরেই ওই এলাকাতেই রাজনৈতিক নেতার উপর গুলি চালনার ঘটনা ঘটল।

আরও পড়ুন: ৩৭০ বিলোপের ৩৬৫ দিন: ‘দুর্দশার বছর’

জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক কর্মীদের উপর বেশ কয়েকটি গুলি চালনার ঘটনা ঘটেছে এ বছরে। ৮ জুলাই রাতে কাশ্মীরের বান্দিপোরাতে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারিকে গুলি করে মেরেছিল জঙ্গিরা। স্থানীয় থানার কাছেই একটি দোকানের সামনে বসেছিলেন ওয়াসিম, তাঁর বাবা ও ভাই। তখনই বাইকে করে এসে জঙ্গিরা গুলি চালায় তাঁদের উপর। যার জেরে মৃত্যু হয়েছিল ওই তিনজনের। এই ঘটনার পর বেশ কর্তব্যে গাফিলতির অভিযোগে বেশ কয়েক জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছিল।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের এক বছর পূর্ণ হয়েছে বুধবার, ৫ অগস্ট। কিন্তু এই ধারা বিলোপের পরেও একাধিক অশান্তির ও রাজনৈতিক কর্মীদের মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে ভূস্বর্গবাসী।

আরও পড়ুন: আমদাবাদের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু অন্তত আট জনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu & Kashmir Terrorists BJP Leader Shot Dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE