রবিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় ভারতীয় বাহিনীর যৌথ অভিযানে ছয় জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের পাল্টা গুলিতে নিহত এক জওয়ানও। ছয় জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
জঙ্গি দমনে এই সপ্তাহে এই নিয়ে তৃতীয় বারের জন্য সাফল্য পেল ভারতীয় বাহিনী। সব মিলিয়ে গত এক সপ্তাহে ভারতীয় সেনার আক্রমণে মারা গেল ১৬ জঙ্গি। যা সাম্প্রতিককালের হিসেবে বেশ বড়সড় ঘটনা বলেই দাবি করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে।
সোপিয়ানের বাটগুন্ড গ্রামের একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে সশস্ত্র জঙ্গিদের একটি দল। গোয়েন্দাদের কাছ থেকে এই খবর পাওয়ার পরই রবিবার ভোর রাত থেকে সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সকালের মধ্যেই ঘিরে ফেলা হয় সেই বাড়ি। সেনাদের উপস্থিতি টের পেতেই বাড়ির ভেতর থেকে ভারতীয় বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফেও। প্রায় তিন ঘন্টা ধরে চলে গুলির লড়াই।