আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানের দুর্ঘটনার পরে নজরে এখন বিমানের সুরক্ষা। সূত্রের খবর, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির শেষ বার সবিস্তার পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের জুনে। এ বছরের ডিসেম্বরে আবার তা হওয়ার কথা ছিল। এই প্রেক্ষিতে উঠছে প্রশ্ন। তবে কি এই ধরনের বড় আন্তর্জাতিক উড়ান পরিষেবা দেওয়ার বিমানের আরও ঘন ঘন নিরাপত্তা পরীক্ষা হওয়া দরকার? ঘটনাচক্রে আজই বিমানমন্ত্রী রামমোহন নায়ডু যেখানে বলেছেন, ভারতের উড়ান ক্ষেত্রে বিধির কড়াকড়ি যথেষ্ট। তদন্তের ফলাফলের ভিত্তিতে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
সূত্রটির বক্তব্য, এয়ার ইন্ডিয়ার বিমানের দেখভাল এখন করে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। গত মার্চেই ১২ বছর বয়সি বিমানটির ডানদিকের ইঞ্জিন এক বার পরীক্ষা করানো হয়েছিল। প্রয়োজনীয় অদলবদল করে তা ফের লাগানো হয়। পরীক্ষা করা হয় বাঁদিকের ইঞ্জিনেরও। এগুলি করা হয়েছিল বিধিগত কারণেই। ফলে ইঞ্জিনে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই সূত্রটির দাবি। টাটা গোষ্ঠীর উড়ান সংস্থাটি অবশ্য এ ব্যাপারে কোনও উত্তর দিতে চায়নি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)