Advertisement
E-Paper

সইফুল্লার বাবার জন্য সরকার গর্বিত, বললেন রাজনাথ

দেশের সরকার সইফুল্লার বাবার জন্য গর্ব বোধ করছে। সংসদে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। লখনউ এনকাউন্টারে মৃত জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করেছেন তার বাবা মহম্মদ সরতাজ। দেশের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, সে তাঁর ছেলে নয়, বুধবার এমনই মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১৩:৫৮
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

দেশের সরকার সইফুল্লার বাবার জন্য গর্ব বোধ করছে। সংসদে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। লখনউ এনকাউন্টারে মৃত জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করেছেন তার বাবা মহম্মদ সরতাজ। দেশের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, সে তাঁর ছেলে নয়, বুধবার এমনই মন্তব্য করেছেন তিনি। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার সসংদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন মহম্মদ সরতাজ।

রাজনাথ সিংহ বলেছেন, ‘‘আমি ওই পিতার প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি এবং আমি নিশ্চিত যে পুরো সংসদই তাঁর প্রতি সহানুভূতিশীল।’’ রাজনাথ আরও বলেছেন, ‘‘সরকার মহম্মদ সরতাজের জন্য গর্বিত এবং আমি নিশ্চিত আপনারাও গর্বিত।’’

‘যে দেশেরই হতে পারল না, সে আমাদের কী করে হবে?’ ছেলের সম্পর্কে এই মন্তব্যই করেছেন মহম্মদ সরতাজ। —ফাইল চিত্র।

মঙ্গলবার বিকেলের দিকে লখনউতে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়েছিল। সে দিন মধ্যপ্রদেশে একটি প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণের পর তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করেই কানপুরে দুই জঙ্গির এবং লখনউতে এক জঙ্গির লুকিয়ে থাকার খবর মেলে। কানপুরের দু’জনকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশ পুলিশকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। কিন্তু লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে সইফুল্লাকে গ্রেফতার করতে গিয়েই পুলিশ প্রতিরোধের মুখে পড়ে। ১২ ঘণ্টার লড়াই শেষে বাড়িটি থেকে সইফুল্লার মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু কানপুরের বাড়িতে সইফুল্লার বাবা মহম্মদ সরতাজ জানিয়ে দেন, তিনি বা তাঁর পরিবার সইফুল্লার দেহ নেবেন না, শেষকৃত্যও করবেন না। সরতাজ বলেন, ‘‘একটা বিশ্বাসঘাতক আমাদের ছেলে হতে পারে না। আমরা ভারতীয়, আমরা এ দেশে জন্মেছি, আমাদের পূর্বপুরুষরা এ দেশে জন্মেছিলেন। যে দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত, সে আমাদের ছেলে হতে পারে না।... আমরা ওর দেহ নেব না।’’

আরও পড়ুন: দেহ চান না বাবা

হিন্দু ভক্তিগীতি গেয়ে ফেসবুকে আক্রমণের মুখে মুসলিম তরুণী

Rajnath Singh Parliament Lucknow Encounter Saifulla Sartaj রাজনাথ সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy