Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফেরারদের বিঁধতে নয়া আইন-চিন্তা

ললিত মোদী, বিজয় মাল্যের পরে নীরব মোদী, মেহুল চোক্সী— আর্থিক কেলেঙ্কারিতে একের পর এক অভিযুক্ত দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে নরেন্দ্র মোদী সরকার।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৫
Share: Save:

চোর পালালে বুদ্ধি বাড়ে। বুদ্ধি বাড়লে নতুন বিল আসে।

ললিত মোদী, বিজয় মাল্যের পরে নীরব মোদী, মেহুল চোক্সী— আর্থিক কেলেঙ্কারিতে একের পর এক অভিযুক্ত দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে নরেন্দ্র মোদী সরকার। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ফেরারদের বিরুদ্ধে আইনের ফাঁস শক্ত করতে শিগগিরই নতুন বিল আনতে চলেছে মোদী সরকার। আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনের দ্বিতীয়ার্ধেই ফেরার আর্থিক অপরাধী বিল বা ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার্স বিল’-টি পেশ করতে চাইছে মোদী সরকার।

প্রস্তাবিত বিলে ১০০ কোটি টাকার বেশি আর্থিক অপরাধ বা প্রতারণার মামলায় অভিযুক্তরা বিদেশে পালালে তাদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার থাকছে। যাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যিনি বিদেশে পালিয়েছেন এবং সমন পাঠানো সত্ত্বেও দেশে ফিরছেন না, এমন লোকেদেরই ফেরার তকমা দেওয়া হবে। ইডি-কে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার দেওয়া হবে। বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তুলে প্রতারিতদের অর্থ ফেরতের ব্যবস্থাও থাকবে। বিলে আইন মন্ত্রক ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এনফোর্সমেন্ট শাখা, আর্থিক গোয়েন্দা শাখা বা এফআইইউ-র ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে নতুন আইনে।

আরও পড়ুন: ঋণের জাল আরও বিশাল

মজার কথা হল, ইডি এখনই সেই কাজ করতে পারে। ভারতীয় দণ্ডবিধি, দুর্নীতি দমন আইন, সেবি আইন, শুল্ক আইনের নানা ধারাতেও আর্থিক অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের ব্যবস্থা রয়েছে। সরফায়েশি আইন, দেউলিয়া বিধি-তেও ব্যাঙ্কের পাওনা শোধ না করলে সম্পত্তি নিলামে তুলে বকেয়া উদ্ধারের ব্যবস্থা রয়েছে। তা হলে আর নতুন কী হয়েছে?

একই প্রশ্ন বিরোধীদেরও। তাদের কটাক্ষ, ভোটের আগে ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ বলা ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে তা বুঝেই পুরনো আইনের বিভিন্ন ধারা একত্রিত করে ধোঁকা দিতে চাইছে বিজেপি।

মোদী সরকার সূত্রের অবশ্য দাবি, এখন টনক নড়েছে — এই অভিযোগ সত্যি নয়। বিজয় মাল্য সরকারি ব্যাঙ্কের প্রায় ৯ হাজার কোটি ঋণ শোধ না করে বিদেশে পালানোর পরেই বিলটি নিয়ে ভাবনা শুরু হয়। ২০১৭-র বাজেটে এর ইঙ্গিতও দেওয়া হয়েছিল।

চোর পালালে নতুন বিল

• ১০০ কোটি টাকার বেশি আর্থিক অপরাধের মামলায় অভিযুক্তরা বিদেশে পালালে সম্পত্তি বাজেয়াপ্ত হবে

• সমন সত্ত্বেও দেশে না ফিরলে ফেরার বলে তকমা

• ইডি-কে সম্পত্তি বাজেয়াপ্তের অধিকার

• বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তুলে প্রতারিতদের অর্থ ফেরত

• রিজার্ভ ব্যাঙ্কের এনফোর্সমেন্ট শাখা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE