শাসক শিবিরের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঠিক করতে আজ বৈঠকে বসলেন এনডিএ শরিক দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি জেপি নড্ডাকে এনডিএ-র হয়ে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তুলে দিয়েছেন শরিক দলের নেতারা।
বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইস্তফা দেন। নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী মাসে। আজ সেই ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। আজ সংসদ ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, জেপি নড্ডারা। শরিকদের মধ্যে ছিলেন টিডিপি-র লাভু শ্রীকৃষ্ণ দেবারায়ালু, এলজেপি-র চিরাগ পাসোয়ানরা। বৈঠকে মোদী ও নড্ডাকে এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাই চূড়ান্ত করার ভার দেওয়া হয়।
সূত্রের মতে, দৌড়ে নাম রয়েছে একাধিক রাজ্যপালের। তালিকায় রয়েছেন সিকিম ও কর্নাটকের রাজ্যপাল যথাক্রমে ওমপ্রকাশ মাথুর ও থওয়ার চাঁদ গহলৌত। এর মধ্যে দলিত নেতা গহলৌত মোদী সরকারের প্রথম সাত বছর কেন্দ্রে মন্ত্রী থাকা ছাড়াও রাজ্যসভার দলনেতা ছিলেন। দৌড়ে রয়েছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্হাও।
আগামী বছর কেরল, তামিনাড়ু, পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। বিজেপির একটি সূত্রের মতে, দক্ষিণের কাউকে উপরাষ্ট্রপতি করার কথাও ভাবা হচ্ছে। সুপ্রিম কোর্টের দক্ষিণ ভারতীয় কোনও প্রাক্তন প্রধান বিচারপতির নাম নিয়ে ভাবা হচ্ছে। তালিকায় নাম রয়েছে কেরলের কে জি বালকৃষ্ণণ এবং তামিলনাড়ুর পি সদাশিবমের। গত ছ’বছর ধরে লোকসভার ডেপুটি স্পিকার পদটি খালি। সূত্রের মতে, উপরাষ্ট্রপতি পদে যদি শাসক শিবিরের প্রার্থীকে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস মেনে নেয়, সে ক্ষেত্রে ডেপুটি স্পিকার পদটি কংগ্রেসকে ছেড়ে দেবে বিজেপি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)