Advertisement
E-Paper

তেল চুরি নিয়ে রাজ্যে বৈঠক দু’দফায়

উত্তরপ্রদেশে পেট্রোল পাম্পে তেল চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরে বিশেষ টাস্ক ফোর্স তৈরির জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে এখনও তা হয়নি। তবে তার আগে গোটা বিষয়টি খতিয়ে দেখতে চায় রাজ্য সরকার।

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৪:০৫

উত্তরপ্রদেশে পেট্রোল পাম্পে তেল চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরে বিশেষ টাস্ক ফোর্স তৈরির জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে এখনও তা হয়নি। তবে তার আগে গোটা বিষয়টি খতিয়ে দেখতে চায় রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই পেট্রোল পাম্প মালিক ও তেল সংস্থাগুলির সঙ্গে আলাদা বৈঠকে বসছেন রাজ্যের ক্রেতা-সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে।

পাশাপাশি তেল সংস্থাগুলিও এ বিষয়ে নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে। সাধনবাবু বুধবার বলেন, ‘‘টাস্ক ফোর্সের বিষয়ে এখনও কিছু জানি না। বৃহস্পতিবার পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করব। আর পরের দিন, শুক্রবার তেল সংস্থাগুলির সঙ্গে। উভয়পক্ষের বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।’’

একটি ইলেকট্রনিক চিপ ও রিমোট কন্ট্রোলের সাহায্যে উত্তরপ্রদেশের কিছু পেট্রোল পাম্পে সম্প্রতি গ্রাহকদের তেল চুরির ঘটনা জানাজানি হয়। অভিযোগ, ওই কারসাজির জেরে গ্রাহকেরা তাঁদের অজান্তেই প্রতি লিটারে ৫০ কিংবা ১০০ মিলিলিটার তেল কম পাচ্ছিলেন। যা দেখে গোটা দেশের সকলের মনেই এখন আশঙ্কা দানা বেঁধেছে যে, তাঁরাও আসলে এ ভাবে ঠকে আসছেন না তো! এর পরেই প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে টাস্ক ফোর্স তৈরির নির্দেশ দেয় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।

বুধবার সাধনবাবু জানান, কোনও কোনও পাম্পের বিরুদ্ধে যেমন কম তেল দেওয়ার অভিযোগ রয়েছে, তেমনই পাম্প মালিকদেরও পাল্টা অভিযোগ, তেল সংস্থার কাছ থেকে তাঁরা অনেক সময়েই কম তেল পান। ডিপো থেকে পাম্পে নিয়ে আসার সময়ে মাঝপথেও তেল চুরির অভিযোগ ওঠে।

উল্লেখ্য, টাস্ক ফোর্সে তেল সংস্থা, পাম্প মালিকদের সংগঠন, রাজ্যের ক্রেতা সুরক্ষা ও খাদ্য দফতরের প্রতিনিধিদের থাকার কথা। তেল সংস্থা সূত্রের খবর, দু’এক দিনের মধ্যেই তারা রাজ্যের দফতরগুলির সঙ্গে টাস্ক ফোর্স গঠনের বিষয়ে কথা বলবে। যত দিন না তা তৈরি হচ্ছে, ততদিন তেল সংস্থাগুলি নিজেরাই একটি নজরদারি দল তৈরি করবে বলে প্রাথমিক ভাবে স্থির হয়েছে। গ্রাহকেরা যে দাম দিচ্ছেন, সেই অনুযায়ী, তাঁদের প্রাপ্য তেল ঠিক মতো পাচ্ছেন কি না তা বিভিন্ন পাম্পে গিয়ে খতিয়ে দেখবে সেই দলটি।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেন জানান, তাঁরা আগেই সিদ্ধান্ত নিয়েছেন, কোনও পাম্পের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ প্রমাণিত হলে তার পাশে তাঁরা থাকবেন না। তেমনই তাঁর দাবি, পাম্পগুলিও যাতে সঠিক পরিমাণে তেল পায়, তা-ও তেল সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে। যদিও তেল সংস্থাগুলির পাল্টা দাবি, এমন ঘটনা ঘটলে পাম্পের দায়িত্ব সেটা লিখিত ভাবে সংস্থাকে জানানো। কিন্তু তারা তা করে না।

Oil Theft Meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy