ইয়াস যখন ওড়িশায় তাণ্ডব চালাচ্ছে সে সময় এক ব্যক্তি সেই ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। ইয়াসের খবর করতে যাওয়া এক সাংবাদিকের নজরে পড়েন ওই ব্যক্তি। তিনিও তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ‘বাইরে প্রবল ঝোড়ো হাওয়া চলছে, তার মধ্যে আপনি কেন বাইরে বেরিয়েছেন?’
ওই ব্যক্তির যা উত্তর দিয়েছেন তা নেটমাধ্যম জুড়ে হাসির রোল। কী বলেছেন ওই ব্যক্তি যা নিয়ে নেটদুনিয়া তোলপাড় হচ্ছে?
সাংবাদিকের প্রশ্নের ওই ব্যক্তির সোজাসাপ্টা জবাব, ‘‘আরে আপনিও তো বেরিয়েছেন। আপনি বেরিয়েছেন বলে আমিও বেরিয়েছি।’’ এই জবাবের পাল্টা সাংবাদিকটি বলেন, “আমরা খবর দেখাচ্ছি, সেই জন্যই বেরিয়েছি।”
Such a kind hearted man. Doing so much for the humanity.
— Arun Bothra (@arunbothra) May 26, 2021
Respect. pic.twitter.com/SCB1zhA5SQ
ওই ব্যক্তির এর পরের জবাব নেটাগরিকদের মন জয় করে নিয়েছে। সাংবাদিকের কথার উত্তরে ওই ব্যক্তি বলেন, “আমরা যদি না বেরোই তা হলে আপনারা কাদের দেখাবেন? আমাদের দেখাবেন বলেই তো আপনারা বেরিয়েছেন, তাই না!” এর পর সাংবাদিক আর কোনও উত্তর দেননি। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।