Advertisement
০৪ মে ২০২৪

মুখ্য আর্থিক উপদেষ্টার খোঁজ শুরু

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে আর নতুন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি নতুন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বাছাইয়ের কাজ শুরু করে দিল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৫:৫৬
Share: Save:

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে আর নতুন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি নতুন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বাছাইয়ের কাজ শুরু করে দিল।

সরকারি সূত্রের খবর, বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি আজ ওই পদের জন্য চার জনের ইন্টারভিউ নিয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন বিশ্ব ব্যাঙ্কের অর্থনীতিবিদ পুনম গুপ্ত। আরও কয়েক জনের ইন্টারভিউ নেওয়া হবে। অর্থ মন্ত্রক সূত্রের খবর, আগামী দু’এক মাসের মধ্যেই পরবর্তী মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হতে পারে।

অরবিন্দ সুব্রহ্মণ্যন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদের মেয়াদ ফুরনোর আগেই বিদায় নেওয়ার পরে, নতুন প্রার্থীর জন্য আবেদন চেয়েছিল অর্থ মন্ত্রক। আবেনকারীদের মধ্যে যোগ্য প্রার্থী বাছাইয়ের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমাল জালান, আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ, কর্মিবর্গ দফতরের সচিব বি পি শর্মাকে নিয়ে কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিই আজ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Chief Economic Adviser
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE