Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাতের ভোটে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ কী? কংগ্রেসকে প্রশ্ন উদ্ধবসেনার

জোটের কথা ভুলে গুজরাতের আমদাবাদে এআইসিসি সদ্যসমাপ্ত অধিবেশনে কংগ্রেস শীর্ষনেতৃত্ব শুধুমাত্র অন্তর্দলীয় বিষয় নিয়েই ব্যস্ত ছিলেন খোঁচা দিয়েছে উদ্ধব ঠাকরের দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৬:২২
The Shiv Sena (UBT) criticized Congress on status of INDIA alliance

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে এ বার কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করার বার্তা দিল শিবসেনা(ইউবিটি)। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দলের মুখপাত্রের সম্পাদকীয়তে শনিবার লেখা হয়েছে, ‘‘আগামী দিনে বিহার, গুজরাত, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিধানসভা ভোটে বিরোধী জোটের ভবিষ্যৎ কী, তা কংগ্রেসকেই ব্যাখ্যা করতে হবে।’’

গুজরাতের আমদাবাদে এআইসিসি সদ্যসমাপ্ত অধিবেশনে কংগ্রেস শীর্ষনেতৃত্ব শুধুমাত্র অন্তর্দলীয় বিষয় নিয়েই আলোচনায় ব্যস্ত ছিলেন দাবি করে উদ্ধবসেনার মুখপত্রে লেখা হয়েছে, ‘‘লোকসভা ভোটের পরে ‘ইন্ডিয়া’র প্রাসঙ্গিকতা কী, সে বিষয়টি স্পষ্ট করা উচিত ছিল। জোটের কী হল? কবরে ঠাঁই হয়েছে? না কি হাওয়ায় মিলিয়ে গিয়েছে?’’

প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় কোনও সমঝোতা না হলেও অধিকাংশ রাজ্যেই ‘ইন্ডিয়া’র সহযোগী দলগুলি জোট করে লড়েছিল। কিন্তু পরবর্তী সময়ে হরিয়ানা এবং দিল্লির বিধানসভা ভোটে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দু’টি রাজ্যেই জিতেছে বিজেপি। এর পরেই ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে জাতীয় রাজনীতিতে।

ঘটনাচক্রে, দিল্লির বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেসের আলাদা লড়াইয়ের প্রসঙ্গে আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছিলেন, ‘‘এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। ‘ইন্ডিয়া’ তৈরি হয়েছিল ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য।’’ পরবর্তী সময় একই কথা শোনা গিয়েছে এনসিপি(এস) প্রধান শরদ পওয়ার এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস সাংসদ মণিকম টেগোরের মুখেও। এই আবহে শনিবার কংগ্রেসের উদ্দেশে উদ্ধবসেনার ‘প্রশ্ন’ নতুন করে সংশয় তৈরি করল ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে।

INDIA Alliance Congress Shiv Sena Uddhav Thackeray
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy