হানিপ্রীত ইনসান ও ডেরা সচ্চা সৌদার অন্য এক পাণ্ডা আদিত্য ইনসানকে সাহায্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এক কেমিস্টকে পঞ্চকুলা থেকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম সতপাল সিংহ। পঞ্চকুলার সেক্টরে টোয়েন্টিতে তাঁর ওষুধের দোকান রয়েছে। গত ২৫ অগস্ট বাবা রাম রহিম দোষী সব্যস্ত হওয়ার পর রাজ্য জুড়ে তাণ্ডব চালানোর পিছনেও তাঁর ভূমিকা ছিল বলে পুলিশ জানিয়েছে।