আমেরিকা এবং পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে এ বার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নাম না-করে আমেরিকাকে খোঁচা দিয়ে জয়শঙ্কর জানালেন, ওয়াশিংটনের অতীত উপেক্ষা করার ইতিহাস রয়েছে। আমেরিকার সেনাবাহিনীই যে জঙ্গিনেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে পাকিস্তানের অ্যাবোটাবাদে গিয়েছিল, তা-ও স্মরণ করিয়ে দেন জয়শঙ্কর।
শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পাকিস্তান এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় জয়শঙ্করকে। ওই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন, “ওদের (আমেরিকা এবং পাকিস্তানের) একটা ইতিহাস রয়েছে। সেই অতীতকে উপেক্ষা করারও ইতিহাস আছে ওদের। এই প্রথম বার আমরা এমন দেখছি, তা-ও নয়। এই সেনাবাহিনীই অ্যাবোটাবাদে গিয়েছিল। আপনারা জানেন, সেখানে কাকে পাওয়া গিয়েছিল।”
‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সংঘর্ষ পরবর্তী সময়ে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। সংঘর্ষবিরতিতে তৃতীয় দেশের হস্তক্ষেপ বার বার অস্বীকার করেছে ভারত। তবে সংঘর্ষবিরতিতে ‘মধ্যস্থতা’ করানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। ট্রাম্পকে নোবেল শান্তি সম্মানের জন্য মনোনীত করারও প্রস্তাব দিয়েছে তারা। সম্প্রতি আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তিও হয়েছে। সেই চুক্তি অনুসারে, পাকিস্তানের তৈলভান্ডার নিয়ে যৌথ ভাবে কাজ করবে ইসলামাবাদ এবং ওয়াশিংটন। ভারত-পাক সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে দু’বার আমেরিকা সফরে গিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এর মধ্যে এক বার হোয়াইট হাউসে বসে ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং মধ্যাহ্নভোজও সেরে এসেছেন তিনি।
আরও পড়ুন:
পাকিস্তান এবং আমেরিকার মধ্যে সাম্প্রতিক এই সমীকরণের মাঝে অতীত স্মরণ করাল ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বলে বার বার অভিযোগ তুলে এসেছে নয়াদিল্লি। ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়েও নিজেদের অবস্থান বিভিন্ন সময়ে স্পষ্ট করেছে ভারত। বস্তুত, এই পাকিস্তানের মাটিতেই জঙ্গিনেতা লাদেনকে হত্যা করতে অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। আমেরিকার বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলার মূলচক্রী লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে আশ্রয় নিয়েছিলেন। গোয়েন্দা সূত্রে সেই তথ্য পেয়ে রাতের অন্ধকারে পাকিস্তানের মাটিতে জঙ্গিদমন অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। শনিবার সে কথাই আবার স্মরণ করিয়ে দিলেন জয়শঙ্কর।