ব্যস্ত জাতীয় সড়ক ধরে দুরন্ত গতিতে ছুটছে একটি মারুতি এসি ৮০০ গাড়ি। চালকের আসনে স্টিয়ারিং হাতে ৯৫ বছরের এক বৃদ্ধা। পাশেই বসে রয়েছেন এক ব্যক্তি। এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে জনপ্রিয় হয়েছে সম্প্রতি। যা দেখে সকলেই স্তম্ভিত।
ইচ্ছা আর উদ্যম থাকলে যে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা দেখালেন মধ্যপ্রদেশের দেওয়াস জেলার নবতিপর রেশমবাঈ তনওয়ার। তাঁকে নিয়েই এখন চর্চা। খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহাণও রেশমবাঈয়ের সেই ভিডিয়ো পোস্ট করে প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বয়স যে কোনও বাধা নয় তা রেশমবাঈয়ের কাছ থেকে শেখা উচিত।
টুইটে তিনি লেখেন, ‘ঠাকুমা আমাদের সকলকে এটাই শেখালেন যে, যদি আগ্রহ থাকে তা হলে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ইচ্ছা এবং উদ্যমটাই হল আসল।’
दादी मां ने हम सभी को प्रेरणा दी है कि अपनी अभिरुचि पूरी करने में उम्र का कोई बंधन नहीं होता है।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) September 23, 2021
उम्र चाहे कितनी भी हो, जीवन जीने का जज़्बा होना चाहिए! https://t.co/6mmKN2rAR2
যাঁকে নিয়ে এত চর্চা এ বার আসা যাক সেই রেশমবাঈয়ের কথায়। জেওয়াস জেলার বিলাওয়ালির বাসিন্দা রেশমবাঈ। ছেলে সুরেশ সিংহের কাছে ইচ্ছা প্রকাশ করেন গাড়ি শেখার। মায়ের ইচ্ছা রাখতেই তাঁকে গাড়ি চালানো শেখান তাঁর ছেলে। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র তিন মাসের মধ্যে গাড়ি চালানো শিখেছেন তিনি।
এই বয়সে হাতে স্টিয়ারিং তুলে নেওয়ায় অনেকেই সংশয় এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁদের ভুল প্রামাণিত করে রেশমবাঈ কোনও মাঠ বা অলিগলিতে নয়, একেবারে জাতীয় সড়কের উপর দিয়ে দুরন্ত গতিতে গাড়ি ছোটাচ্ছেন!
পাড়াশোনা বেশি দূর করেননি। কিন্তু রেশমবাঈ অ্যান্ড্রয়েড ফোন চালাতেও দক্ষ।