Advertisement
১১ মে ২০২৪
CPI(Maoist)

Maoist Attack: ওড়িশার নুয়াপাড়ায় মাওবাদী হামলা, নিহত অন্তত ৩ সিআরপিএফ জওয়ান, চলছে লড়াই

সূত্রের খবর, মাওবাদী উপদ্রুত জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় টহলদারিতে গিয়ে হামলার মুখে পড়ে সিআরপিএফের একটি টহলদারি দল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৯:১৩
Share: Save:

ওড়িশার নুয়াপাড়া জেলায় মাওবাদী হামলায় ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কয়েক জন।

সূত্রের খবর, মাওবাদী উপদ্রুত জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় টহলদারিতে গিয়ে হামলার মুখে পড়ে সিআরপিএফের টহলদারি দলের সাত জওয়ান। সন্ধ্যা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলেছে বলে সিআরপিএফ সূত্রের খবর। নিহতদের মধ্যে রয়েছেন দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। নিহত জওয়ানদের অস্ত্রশস্ত্রও মাওবাদীরা লুঠ করেছে।

ওড়িশা পুলিশের ডিজি এসকে বনশল মঙ্গলবার রাতে বলেন, ‘‘সিআরপিএফ জওয়ানেরা একটি ক্যাম্প থেকে অন্য একটি ক্যাম্পে যাওয়ার সময় ভেড়েন ব্লকের পাতাধরা জঙ্গলে হামলার মুখে পড়েন। মাওবাদী হানায় শহিদ হন তিন সিআরপিএফ জওয়ান।’’ তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ওড়িশা পুলিশের মাওবাদী-দমন বাহিনী এসওজি (স্পশাল অপারেশনাল গ্রুপ)। রাতেই এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

CPI(Maoist) Maoist Attack Odisha crpf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE