Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইভটিজারদের ভয়ে চলন্ত বাস থেকে লাফ তিন ছাত্রীর

ইভটিজারদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ মারলেন তিন ছাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটে জামশেদপুরের সাকচি এলাকায়। এই ঘটনায় আহত হন এক ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তেলঙ্গনার ঘটনায় পুলিশের এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু স্বস্তি দিচ্ছে কাকদ্বীপের মেয়েটির বাবা-মাকে।

তেলঙ্গনার ঘটনায় পুলিশের এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু স্বস্তি দিচ্ছে কাকদ্বীপের মেয়েটির বাবা-মাকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ১০:৫৪
Share: Save:

ইভটিজারদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ মারলেন তিন ছাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটে জামশেদপুরের সাকচি এলাকায়। এই ঘটনায় আহত হন এক ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কী হয়েছিল ওই দিন?

পুলিশ জানিয়েছে, একই স্কুলে পড়েন ওই তিন ছাত্রী। ওই দিন স্কুল শেষে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন তাঁরা। বাসে ওঠার পর থেকেই দু’জন যুবক তাঁদের নানা ভাবে বিরক্ত করতে থাকে। অভিযোগ, চালক ও কন্ডাক্টরকে বাস থামানোর অনুরোধ করলেও তারা বিষয়টিতে কর্ণপাত করেনি। কারণ তারা ওই যুবকদের পরিচিত ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ভয় পেয়ে চলন্ত বাস থেকে লাফ মারেন ওই তিন ছাত্রী। ডেপুটি পুলিশ সুপার অনিমেষ নাইথানি জানিয়েছে, বাসের চালক-সহ ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বাসটিকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eve teasing jamshedpur police bus school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE