রিল বানানোর জন্য দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের সামনে শুয়ে পড়ল কিশোর! সম্প্রতি ওড়িশার বৌধ জেলায় ঘটনাটি ঘটেছে। বিপজ্জনক কেরামতি দেখানোর জন্য ওই কিশোর ও তার দুই বন্ধুকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। সতর্ক করা হয়েছে বাবা-মায়েদেরও।
তিন কিশোরের ওই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, রেললাইনে দুই পাতের মাঝে শুয়ে রয়েছে এক কিশোর। দূর থেকে হুইসল দিতে দিতে ছুটে আসছে ট্রেন। শুয়ে থাকা কিশোরের উপর দিয়েই ট্রেনটি চলে গেল। যদিও অক্ষতই রইল সে! ভিডিয়োটিতে আরও দু’জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। জানা গিয়েছে, তারা ওই কিশোরেরই বন্ধু। তাদের মধ্যে এক জন ঝুঁকিপূর্ণ কেরামতির ভিডিয়োটি শুট করছিল এবং অন্য জন পাশ থেকে নির্দেশ দিচ্ছিল। ট্রেনটি চলে যাওয়ার পরেও যখন ছেলেটি অক্ষত রয়েছে, সে সময় পাশে দাঁড়িয়ে থাকা কয়েক জনকে হাততালি দিতেও শোনা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুরুনাপানি স্টেশনের কাছে দালুপালির কাছে। খবর পেয়ে তিন কিশোরকেই আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশকর্তারা বলেন, এই ধরনের বেপরোয়া কাজ শুধু নিজেদেরই নয়, বাকিদের জন্যও ঝুঁকিপূর্ণ। বর্তমান প্রজন্মের তরুণদের রেললাইনে এই ধরনের কেরামতি না দেখানোর জন্য সতর্ক করেছে পুলিশ। সমাজমাধ্যমে ছেলেমেয়ের গতিবিধি নজরে রাখার জন্য সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে বাবা-মায়েদেরও।
যদিও রেললাইনে শুয়ে পড়া কিশোর জানিয়েছে, সহজে ‘ভাইরাল’ হতে চেয়েছিল তারা! তার জন্য জীবন বাজি রাখতেও দু’বার ভাবেনি। তার কথায়, ‘‘বন্ধুরাই এই ভাবে রিল বানানোর বুদ্ধি দিয়েছিল। ওদের কথা মতো আমি রেললাইনের উপর শুয়ে পড়ি। যখন ট্রেনটি উপর দিয়ে যাচ্ছিল, তখন আমার হৃদ্স্পন্দন বেড়ে গিয়েছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল, আদৌ বেঁচে থাকব কি না!’’ যদিও এ সব স্বীকারোক্তিতে চিঁড়ে ভেজেনি! নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আপাতত হেফাজতেই থাকতে হবে তাকে।