মাটি চাপা পড়ে মৃত্যু হল তিনটি শিশুর। আজ সকালে বিহারের সিওয়ান জেলার বডহুনা গ্রামের ওই ঘটনায় আরও তিন কিশোর গুরুতর জখম হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অংশু কুমারী (৭), সবিতা কুমারী (৮) এবং নীরজ কুমার (১০)। মৃতরা সকলেই মহাদলিত সম্প্রদায়ের। জখম কিশোরদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সিওয়ান থানার অফিসার দেবনারায়ণ প্রসাদ বলেন, ‘‘বাড়ির কাজের জন্য মাটি কাটতে গিয়েছিল ওই কিশোরেরা। আচমকা মাটির চাঁই ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।’’ মাটি ভেঙে পড়ার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছ’জন কিশোরকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।