ঘর সাজাতে লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট ব্যবহার করছিলেন। এবার সেই তালিকায় জুড়ে নিতে পারেন আরও কয়েকটি গাছ। বড় বড় পাতা ও আকারে কিঞ্চিৎ বড় এই গাছগুলি দিয়ে অফিসের ডেস্কও সাজিয়ে নিতে পারেন। কম যত্নে বেড়ে ওঠে এইসব গাছ। ডেস্কে রাখলে মন ভাল হয়ে যাবে, কাজে উৎসাহও বাড়বে।
কী কী গাছ দিয়ে সাজাবেন অফিস ডেস্ক?
স্পাইডার প্ল্যান্ট
খুবই জনপ্রিয় একটি ‘ইনডোর প্ল্যান্ট’ এটি। কম আলোতেই এই গাছ বেশি ভাল ভাবে বাড়ে। পরিমিত জল পেলেই হল। আর একটা কথা মনে রাখা দরকার। এই গাছের পাতা শুকিয়ে গেলে সেই শুকনো পাতা ঝটপট কেটে দিতে হবে। তা হলে আরও তাড়াতাড়ি বাড়বে এই গাছ।
আরও পড়ুন:
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্টের পুরোটাই পাতা। বাতাসের দূষিত পদার্থ শোষণ করে অক্সিজেনের মাত্রা বাড়াবে। অফিস ডেস্কে এমন গাছ খুবই ভাল লাগবে দেখতে। যত্নও কম করতে হবে।
ক্যাকটাস
যতই কাঁটা থাকুক না কেন, ক্যাকটাসের প্রতি আকর্ষণ কিন্তু সকলেরই। আর ক্যাকটাসে রোজ জল দেওয়ার ঝক্কিও খুব একটা থাকে না। বানি ইয়ার্স, ওল্ড লেডি ক্যাকটাস, চিনা ক্যাকটাস, সাগুয়ারো ক্যাকটাস বেশ ভাল।
ফিলোডেনড্রন
এই গাছটির একাধিক প্রজাতি রয়েছে। দেখতে কিছুটা পোথোসের মতো। তবে পাতাগুলি বড়। ঘন সবুজ বাহারি পাতার এই গাছটিও অফিস ডেস্কে সাজিয়ে রাখতে পারেন।