নৃশংস বললেও কম বলা হয়! শনিবার তেমন ঘটনারই সাক্ষী হল মুম্বই। কোলাবায় বন্ধুর তিন বছরের মেয়েকে সাত তলা থেকে ছুড়ে ফেলে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কথা শুনে শিউরে উঠছে দেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটায় ওই ব্যক্তি। সাত তলার ব্যালকনি থেকে বন্ধুর তিন বছরের শিশুকে নীচে ছুড়ে ফেলে দেয় সে। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
এমন কাণ্ড যে ঘটতে পারে তা স্বপ্নেও ভাবেনি শিশুটির পরিবার। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কেন এমন নারকীয় ঘটনা সে ঘটাল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ইমরানের উল্টো সুরে বেজিং
আরও পড়ুন: বিক্রম পাশ করেছিল কি পরীক্ষায়, অরবিটারে আশা ইসরোর