Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ৯৫০টি আইফোন ডাকাতি!

এক প্যাকেট লঙ্কার গুঁড়োয় হাসিল ৯৫০টি আইফোন! ট্রাক চালকের চোখে এক প্যাকেট লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আইফোন চুরির এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জে।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১
Share: Save:

এক প্যাকেট লঙ্কার গুঁড়োয় হাসিল ৯৫০টি আইফোন!

ট্রাক চালকের চোখে এক প্যাকেট লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আইফোন চুরির এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জে।

পুলিশের কাছে ওই চালক অভিযোগে জানান, আইফোন ডেলিভারি দিতে মঙ্গলবার ওখলা থেকে দ্বারকা যাচ্ছিলেন তিনি। বসন্তকুঞ্জের কাছে তাঁর কেবিনে বাইরে থেকে আচমকা কিছু একটা এসে পড়ে। প্রথমে ভেবেছিলেন এটা কোনও বাচ্চার কাজ। তার পরেই টের পান বিষয়টি। মুহূর্তের মধ্যে চোখ জ্বালা করতে শুরু করে। গাড়ি চালাতে অসুবিধা হওয়ায় রাস্তার পাশে ট্রাক দাঁড় করান। ট্রাক থেকে নীচে নেমে চোখে জল দিচ্ছিলেন তিনি। তখনই পিছন থেকে দু’জন যুবক এসে ছুরি দেখিয়ে জোরজবরদস্তি গাড়িতে তোলে তাঁকে। রুট বদলে ট্রাকটি অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েক জন আগে থেকেই উপস্থিত ছিল। ট্রাক থেকে আইফোনগুলি নিয়ে অন্য একটা গাড়িতে তোলে তারা। মোট ৯৫০টি আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীদের দলটি।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, এক একটি আইফোনের দাম ছিল ৬০,০০০ টাকা। সব মিলিয়ে ২ কোটি ৫০ লক্ষ টাকার ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

iphone robbery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE