Advertisement
০৬ অক্টোবর ২০২৪

ক্ষোভের মধ্যেই টিপু-জয়ন্তী, নেই উপ-মুখ্যমন্ত্রীও

বেঙ্গালুরুতে টিপু-জয়ন্তীর অনুষ্ঠানে গেলেন না মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।—ফাইল চিত্র।

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০২:৪০
Share: Save:

বিজেপি ও দক্ষিণপন্থী নানা সংগঠনের বিক্ষোভের মধ্যেই আজ কর্নাটকে পালিত হল টিপু সুলতানের জন্মজয়ন্তী। বেঙ্গালুরুতে টিপু-জয়ন্তীর অনুষ্ঠানে গেলেন না মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সং‌গ্রামের জন্য মহীশূর রাজ্যের তৎকালীন শাসক টিপুকে ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে মনে করে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে তাঁর জন্মজয়ন্তী পালন শুরু হয়। কিন্তু বিজেপি ও দক্ষিণপন্থী কয়েকটি সংগঠনের দাবি, টিপু হিন্দু ও খ্রিস্টানদের উপরে অত্যাচার করেছিলেন।

২০১৫ সালেই টিপুর জন্মজয়ন্তী পালনের সময়ে প্রবল বিরোধিতা করে বিজেপি-সহ কয়েকটি সংগঠন। কোড়াগু জেলায় সংঘর্ষে নিহত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী কুট্টাপ্পা। এ বার ঝুঁকি না নিয়ে গোটা রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল কংগ্রেস-জেডিএস সরকার। ‘অসুস্থতার’ জন্য বিধানসভায় টিপু-জয়ন্তীর অনুষ্ঠানে

উপস্থিত থাকবেন না বলে আগেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। রাজনীতিকদের একাংশের দাবি, ওল্ড মাইসুরু এলাকায় ভোটব্যাঙ্ক হারানোর ভয়েই ওই অনুষ্ঠানে যাননি কুমারস্বামী। কারণ, ওই এলাকার বাসিন্দারা এখনও মহীশূরের হিন্দু রাজবংশকে শ্রদ্ধা করেন। সেই রাজবংশের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল টিপুর পরিবার।

তবে কুমারস্বামীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থতার জন্যই মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেননি। এই অনুপস্থিতিকে অন্য ভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। ক্ষমতা হারানোর ভয়ে তিনি অনুষ্ঠানে যাননি, এমন ব্যাখ্যা একেবারেই গ্রহণযোগ্য নয়। কুমারস্বামীর দফতর আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী মনে করেন টিপু ‘প্রগতিশীল

প্রশাসক’ ছিলেন। কুমারস্বামীর পরিবর্তে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের। কিন্তু যাননি তিনিও। পরমেশ্বর জানিয়েছেন, তিনি বেঙ্গালুরুর বাইরে রয়েছেন। তাই অনুষ্ঠানে যোগ দেননি। তবে রাজনৈতিক সূত্রে খবর, এই অনুষ্ঠান নিয়ে সরকারের শরিক কংগ্রেস ও জেডিএসের মধ্যে মতপার্থক্য রয়েছে।

আজ কোড়াগু জেলার মদিকেরীতে টিপু-জয়ন্তী অনুষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন বিজেপি বিধায়ক এম পি আপ্পাচ্চু রঞ্জন ও তাঁর সমর্থকেরা। বিরাজপেটে আটক হয়েছেন বিজেপি বিধায়ক ও প্রাক্তন স্পিকার কে জি বোপাইয়া। মেঙ্গালুরুতে জেলা পঞ্চায়েত দফতরে কালো পতাকা নিয়ে ঢোকার চেষ্টা করেন এক দল বিজেপি সমর্থক। চিকমাগালুরু, বল্লারী-সহ রাজ্যের অন্য কয়েকটি এলাকা থেকেও বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।

এর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী জামির আহমেদ খান-সহ কয়েক জন মুসলিম নেতা। টিপু-জয়ন্তীতে সিদ্দারামাইয়াকে সম্মান জানান তাঁরা। বিজেপির বিক্ষোভের সমালোচনা করে সিদ্দারামাইয়া বলেন, ‘‘টিপু এক জন ভাল প্রশাসক ছিলেন। ক্ষমতায় থাকার সময়ে বিজেপি নেতারাও টিপুর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE