নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার পর কয়েক দিন কেটে গিয়েছে। এ বার বামশাসিত কেরলের উপনির্বাচনে প্রার্থী দিল তৃণমূল। রবিবার নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের জন্য বিদায়ী বিধায়ক পিভি আনবরের নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির। গত জানুয়ারি মাসে ওই নির্দল বিধায়ক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে যোগদান করেছিলেন।
আগামী ১৯ জুন নিলাম্বুর কেন্দ্রে ভোট। রবিবার তৃণমূল সমাজমাধ্যমে জানিয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, কেরলের উপনির্বাচনে প্রার্থী দিল তারা। ভোটযুদ্ধের জন্য আনবরকে আগাম শুভেচ্ছা জানিয়েছে তৃণমূল। রবিবারই নিলাম্বুর কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রে আনবরের প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহন জর্জ। বামজোট প্রার্থী করেছে এম স্বরাজকে।
২০১১ সালে এরানাড় বিধানসভা থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বী করেন আনবর। ২০১৪ সালের লোকসভা ভোটে ওয়েনাড় থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই দু’বারই ভোটে হেরে যাওয়ার পর ২০১৬ সালে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নিলাম্বুর থেকে তিনি জয়ী হন। তবে গত বছরের সেপ্টেম্বরে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এলডিএফ জোট। তার আগে প্রকাশ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন আনবর। তিনি এ-ও বলেছেন, ‘‘বিজয়ন দুর্নীতিগ্রস্তদের আড়াল করেন।’’ বহিষ্কারের পর কেরলে বিরোধী জোটে যোগদানের নানা চেষ্টা করেন আনবর। শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দেন তিনি।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের বাইরে মূলত ত্রিপুরা, অসম এবং মেঘালয়ের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে মনোনিবেশ করেছে তৃণমূলে। তা ছাড়া, গোয়াতেও ভোটে লড়েছে মমতা ও অভিষেকের দল। তবে বাংলার বাইরে নির্বাচনী ফলাফলে দাগ কাটতে পারেনি তৃণমূল। আগামী ১৯ জুন চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার মধ্যে এ রাজ্যের কালীগঞ্জও আছে। যেখানে তৃণমূল প্রার্থী করেছে আলিফা আহমেদকে। এ ছাড়া গুজরাতের কডী এবং বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগণনা আগামী ২৩ জুন।