২৭ জুন পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনের আগেই চট্টোপাধ্যায় পরিবারের খুশির খবর। মা হলেন পিয়া চক্রবর্তী। বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে জামাইষষ্ঠীর দিন পুত্রসন্তানের জন্ম দিলেন পিয়া। জানা গিয়েছে, মা এবং সন্তান দু’জনেই সুস্থ।
জুনের শুরুতেই নতুন অতিথি আসবে, এ কথা জানিয়েছিলেন পরম এবং পিয়া। তবু, অনেকে গোনাগুনি করতে শুরু করেছিলেন, বাবার সঙ্গে সন্তানের জন্মদিন মিলে না গেলেও কাছাকাছি হতেই পারে। একই মাসে অবশ্য জন্ম হল না পরম ও তাঁর প্রথম সন্তানের।
সন্তান আগমনের খুশিতে আহ্লদে আটখানা বাবা পরম। কিছু দিন আগেই আনন্দবাজার ডট কমের তরফে পিয়াকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কি বাবা আর সন্তানের জন্মদিন এক তারিখেই হতে চলেছে? সমাজকর্মী পিয়া বলেছিলেন, “কী জানি! অত দিন হয়তো সন্তান অপেক্ষা না-ও করতে পারে।” তবে তেমন হলে যে মন্দ হয় না, এমন ইতিবাচক আভাস বোঝা গিয়েছে তাঁর বক্তব্যের ধরন থেকেই।
প্রেম দিবস পার হওয়ার পরেই সন্তানসুখের ইঙ্গিত দিয়েছিলেন পরমব্রত এবং পিয়া। আনন্দবাজার ডট কমকে তখনই পিয়া জানিয়েছিলেন, সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। সে সময় তাঁদের নিয়ে বেশ কিছু এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই প্রসঙ্গেই পিয়া বলেছিলেন, “আমার কানেও এসেছে। শুক্রবার প্রতি দিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শের মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এ বার জানানোর সময় এসেছে।” সেইমতো ফেব্রুয়ারি মাসের শনিবার সমাজমাধ্যমে ভাগ করে নেন খুশির খবর।