Advertisement
E-Paper

কেরলের বিধানসভা উপভোটে তৃণমূলের ‘নির্দল’ প্রার্থী শেষ করলেন তৃতীয় স্থানে, বামেদের আসন ছিনিয়ে নিল কংগ্রেস

২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন আনবর। চলতি বছরের জানুয়ারি মাসে তৃণমূলে যোগ দেন তিনি। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:২৫
পিভি আনবর।

পিভি আনবর। —ফাইল চিত্র।

কেরলের বিধানসভা উপনির্বাচনে বামেদের থেকে আসন ছিনিয়ে নিল কংগ্রেস। আর অনেক পিছিয়ে থেকে তৃতীয় স্থানে শেষ করলেন তৃণমূলের নির্দল প্রার্থী পিভি আনবর।

সোমবার কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন আনবর। চলতি বছরের জানুয়ারি মাসে তৃণমূলে যোগ দেন তিনি। বিধায়কপদ থেকেও ইস্তফা দেন। ফলে নিলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

উপনির্বাচনে প্রার্থী হতে জোড়া মনোনয়ন পেশ করেছিলেন আনবর। তৃণমূল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্রটিতে তথ্যগত ত্রুটি থাকায় তা বাতিল করে দেয় কমিশন। তবে নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্রটি গৃহীত হয়। ভোটের ফল বলছে নিলাম্বুরের গত দু’বারের বিধায়ক আনবর উপনির্বাচনে তেমন দাগ কাটতে পারেননি। কংগ্রেস এবং সিপিএম প্রার্থীর পরে তৃতীয় স্থানে শেষ করেছেন তিনি। তবে তাঁর ঝুলিতে গিয়েছে প্রায় ২০ হাজার (১৯,৭৬০) ভোট।

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে, এলডিএফ জোটের প্রার্থী সিপিএম নেতা এম স্বরাজকে ১১,০৭৭ ভোটে হারিয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ। ২০২৬ সালে বাংলার সঙ্গেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা কেরলে। দক্ষিণের এই রাজ্যে টানা দু’দফায় ক্ষমতা রয়েছে বামেরা। বিধানসভা ভোটের আগে উপনির্বাচনের এই পরাজয়কে অশনি সংকেত হিসাবেই দেখছে পিনারাই বিজয়ন শিবির। অন্য দিকে, ভোটের ফলে উজ্জীবিত কেরল কংগ্রেস। তাদের বক্তব্য, প্রতিষ্ঠানবিরোধী হাওয়া বইছে কেরল জুড়ে। কেরলের রাজনীতিতে সম্প্রতি বিজেপির চকমপ্রদ উত্থান দেখা গিয়েছে। গত লোকসভা নির্বাচনে রাজ্যের একটি আসনে ফুটেছে পদ্মফুলও। তবে নিলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মোহন জর্জ ৮৬৪৮টি ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন।

কেরল রাজনীতিতে নিলাম্বুর কেন্দ্রটি বামেদের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। তুলনায় নিরাপদ এই কেন্দ্রে বামেরা প্রার্থী করেছিল স্বরাজকে। এই যুবনেতাকে কিছু দিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। তাঁর পরাজয় কেরলের বাম নেতৃত্বের কাছেই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ফলাফলের প্রাথমিক ময়নাতদন্তে দেখা গিয়েছে, নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোথুকল্লু পঞ্চায়েত এবং নিলাম্বুর পুর এলাকায় বামেদের ভোটব্যাঙ্কে ধস নামিয়েছে কংগ্রেস।

সাধারণত উপনির্বাচনে শাসকদলই জয় পেয়ে থাকে। ২০২৪ সালে পলাক্কাড় এবং চেলাক্কারা কেন্দ্রের উপনির্বাচনে বাম জোটের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। সেই ধারায় ছেদ পড়ল নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কেরলে চিন্তায় বামেরা।

Nilambur TMC Congress CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy