দশ দিন আগে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তৃণমূলের সাংসদেরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন। দেখা করা দূরে থাক, শিবরাজ সেই চিঠি নিয়ে সাড়াশব্দও দেননি বলে আজ তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলল। তৃণমূলের অভিযোগ, গত ১০ ডিসেম্বর রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন শিবরাজকে চিঠি লিখে জানান, দলের দশ জন তাঁর সঙ্গে দেখা করতে চান। মূলত মনরেগা প্রকল্পে বকেয়া টাকা ও কাজ ফের শুরু করা নিয়ে দরবার করাই ছিল উদ্দেশ্য। কিন্তু কোনও জবাব মেলেনি।
উল্টো দিকে গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের বক্তব্য, কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গে ফের মনরেগা-র কাজ শুরু করা নিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। তাতে দুর্নীতি ও চুরি রুখতে নিয়মে কিছু রদবদল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে প্রকাশ্যে আপত্তি তুলেছেন। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, মনরেগা-র খোলনলচে বদলাতে বিকশিত ভারত-জি রাম জি বিল নিয়ে আসার পিছনে অন্যতম প্রধান কারণ, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে রোজগার গ্যারান্টি প্রকল্পে চুরি ঠেকানো।
সংসদের দুই কক্ষে বিকশিত ভারত-জি রাম জি বিল পাশের পরে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সিলমোহর দিয়েছেন। আগামী অর্থ বছর থেকে নতুন ধাঁচে রোজগার গ্যারান্টি প্রকল্প চালু হবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, কাজের আইনি অধিকার দিয়ে রোজগার গ্যারান্টি প্রকল্প চালু করেছিল ইউপিএ সরকার। আইনি অধিকারই রাখল না মোদী সরকার। গোটা দেশে এর বিরুদ্ধে আন্দোলন হবে। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আজ বলেন, ‘‘মনরেগা-র নামবদল দিয়ে দেশকে ভুল বোঝানো হচ্ছে। সত্য হল বিকশিত ভারত-জি রাম জি প্রকল্প মনরেগা-রই পরবর্তী ধাপ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)