Advertisement
২০ এপ্রিল ২০২৪

সংসদে বিজেপি সাংসদের পাল্টা কল্যাণের

গত সপ্তাহের গোড়াতেই কাটমানি ও বাংলায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে বিজেপির দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা আক্রমণ করেন তৃণমূলকে।

তৃণমূলের লোকসভার মুখ্য আহ্বায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তৃণমূলের লোকসভার মুখ্য আহ্বায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ০৩:০৪
Share: Save:

সপ্তদশ লোকসভার শুরু থেকেই তৃণমূলের পশ্চিমবঙ্গের সাংসদদের নিশানা করতে শুরু করেছেন বিজেপি সাংসদেরা। আজ পাল্টা দিলেন তৃণমূলের লোকসভার মুখ্য আহ্বায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনায় তাঁর বক্তব্য, ‘‘আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস রয়েছে কাটমানি ফেরত চাওয়ার। নরেন্দ্র মোদীর সেই দম নেই যে তিনি রাফাল চুক্তির ১১ হাজার কোটি টাকা ফেরত চাইবেন।’’

তাঁর বক্তব্য শুনে চিৎকার শুরু হয় গেরুয়া বেঞ্চে। গত সপ্তাহের গোড়াতেই কাটমানি ও বাংলায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে বিজেপির দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা আক্রমণ করেন তৃণমূলকে। পরের দিন জবাব দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে স্পিকার বলেন, সংসদকে পশ্চিমবঙ্গের বিধানসভা না করে তুলতে! আজ কল্যাণবাবুর ঝাঁঝালো বক্তৃতায় ইঙ্গিত, অধিবেশনের বাকি দিনগুলিতেও পশ্চিমবঙ্গকে ঘিরে রাজধানীতে চাপান-উতোর বাড়বে বই কমবে না।

বাজেট নিয়ে কল্যাণের মন্তব্য, ‘‘সরকার বলেছে, মেট্রো শহরে ৪৫ লাখ টাকা পর্যন্ত মূল্যের বাড়ি কিনলে ঋণের সুদের উপর অতিরিক্ত আয়কর ছাড় হবে। দিল্লিতে একটি বাড়ি দেখিয়ে দিন, যেখানে ওই দামে একটি ওয়ান বিএইচকে-ও পাওয়া যায়।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE