Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Biplab Deb

TMC: ‘মা’ উড়ালপুল, অন্ডালের পর বিজেপি-র বিরুদ্ধে শিয়ালদহের ছবি ‘চুরি’র অভিযোগ

জোড়াফুল শিবিরের দাবি, শুক্রবার বিজেপি-শাসিত ত্রিপুরা সরকারের সরকারি টুইটারে শিয়ালদহ উড়ালপুলের ওই ছবি প্রকাশিত হয়েছে।

ত্রিপুরা সরকারের এই বিজ্ঞাপন ঘিরে বিতর্ক।

ত্রিপুরা সরকারের এই বিজ্ঞাপন ঘিরে বিতর্ক। ছবি: টুইটার থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১০:৩০
Share: Save:

মা উড়ালপুল, অন্ডাল বিমানবন্দরের পর এ বার বিজেপি-র বিরুদ্ধে শিয়ালদহ স্টেশন সংলগ্ন উড়ালপুলের ছবি ‘চুরি’র অভিযোগ করল তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, শুক্রবার বিজেপি-শাসিত ত্রিপুরা সরকারের সরকারি টুইটারে শিয়ালদহ উড়ালপুলের ওই ছবি প্রকাশিত হয়েছে।

পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা প্রচারের উদ্দেশে শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার ওই টুইট করে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম লাইন, হলুদ ট্যাক্সি এবং নীল রঙের বাস। যা ত্রিপুরায় পরিবহণ ক্ষেত্রে অনুপস্থিত। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে যোগী আদিত্যনাথ সরকারের বিজ্ঞাপনেও মা উড়ালপুলের প্রকাশিত ছবিতেও ছিল কলকাতার অন্যতম ‘পরিচয়’ হলুদ ট্যাক্সির ছবি।

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শনিবার বিজ্ঞাপনী ছবি চুরির অভিযোগ তুলে বলেন, ‘‘এর আগে উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছে। উত্তরাখণ্ড সরকারের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে অন্ডাল বিমানবন্দরের ছবি। এ বার ত্রিপুরা সরকার শিয়ালদহ উড়ালপুলের ছবি চুরি কের বিজ্ঞাপন বানাল।’’

সম্প্রতি ত্রিপুরায় দলের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রী বিজেপি-র হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ রাজনৈতিক টানাপড়েনে নতুন মাত্রা আনল বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE