ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) নিয়ে এ বার তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন সুপ্রিম কোর্টে মামলাদায়ের করলেন।
আজ তৃণমূলের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সূর্য কান্তের বেঞ্চকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। বিচারপতি সূর্য কান্ত এর পরে জানিয়েছেন, মঙ্গলবার ভোটার তালিকায় পরিমার্জন নিয়ে মূল মামলার সঙ্গেই এরশুনানি হবে।
মূল মামলায় সুপ্রিম কোর্ট বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের তালিকা, কারণ-সহ প্রকাশ করতে বলেছিল। কমিশন তাতে নারাজ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটার তালিকা পরিমার্জনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সব নথি চাইছে, তা অনেকের কাছে নেই। আমিই দিতে পারব না। কমিশন আধার কার্ড মানব না বললে কী করে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে ভোটার কার্ড চালু হয়েছিল। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে। এ সবও কমিশন মানছে না। নির্বাচন কমিশনের কোনও অধিকার নেই কে বিদেশি, কে বিদেশি নয়, তা ঠিক করার।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)