বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে ব্যবহার করা হয়েছে অন্য রং।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে ব্যবহার করা হয়েছে অন্য রং। নয়া কেন্দ্রশাসিত অঞ্চকে চিন এবং পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে হু-এর বিশ্ব মানচিত্রে। এই দাবি তুলে কেন্দ্রের তরফে পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন।
হু-এর কোভিড মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীরের অংশটুকু কেটে সেই ছবি টুইটারেও পোস্ট করেছেন শান্তনু। ছবিতে তিনি দেখাতে চেয়েছেন, ভারতের মূল ভূখণ্ডকে যেখানে নীল রঙে দেখানো হয়েছে, সেখানে জম্মু ও কাশ্মীরকে দেখানো হয়েছে ছাই রঙে। অন্য দিকে আকসাই চিনকে দেখানো হয়েছে ছাই রঙের উপর নীল স্ট্রাইপে, যা আদতে চিনেরই প্রতীক। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করে শান্তনু জানিয়েছেন, ওই ছাই রঙা অংশে ক্লিক করলে পাকিস্তানের কোভিড পরিসংখ্যান দেখানো হচ্ছে। আর ছাই রঙের উপর নীল স্ট্রাইপের অংশে ক্লিক করলে দেখা যাচ্ছে চিনের কোভিড পরিসংখ্যান।
শান্তনুর চিঠি
.#WHO COVID https://t.co/HSTaKkj0Yc site shows map of #India with a separate colour for Jammu & Kashmir&inside that there is another small portion of a separate colour.
— DR SANTANU SEN (@SantanuSenMP) January 30, 2022
If they are clicked,#Covid datas of #Pakistan & #China are coming.@narendramodi must take up.@MamataOfficial pic.twitter.com/prSoZ2IsJg
শুধু জম্মু-কাশ্মীরই নয়, অরুণাচল প্রদেশের কিছু অংশও আলাদা করে দেখানো হয়েছে হু-এর মানচিত্রে।
চিঠিতে শান্তনু বলেন, ‘‘আমি মনে করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়। আমাদের সরকারের এই বিষয়টি আরও আগেই দেখা উচিত ছিল।’’ শেষে প্রধানমন্ত্রীর কাছে শান্তনুর আর্জি, বিষয়টিকে জরুরি ভিত্তিতে গুরুত্ব দিয়ে ভুল শোধরাতে বলা হোক হু-কে।